Rice Price: সাধারণের জন্য সুখবর, মোদী সরকারের উদ্যোগে সস্তা হচ্ছে চাল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 20, 2023 | 7:10 AM

Rice Price: ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) কাছে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে, পাশাপাশি চাল রফতানিও নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কীভাবে দেশের বাজারে চালের দাম এত বাড়ছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

Rice Price: সাধারণের জন্য সুখবর, মোদী সরকারের উদ্যোগে সস্তা হচ্ছে চাল
কমছে চালের দাম
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: পেঁয়াজ, রসুন, টমেটো, ডিম-সব খাদ্য দ্রব্যের দামই ঊর্ধ্বমুখী। বাজারে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। এই মূল্যবৃদ্ধির আবহে অবশেষে স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় সরকার। চালের দাম কমাতে ময়দানে নামল কেন্দ্র। খাদ্য বন্টন বিভাগের সচিব সঞ্জীব চোপড়া মঙ্গলবার দিল্লিতে চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। চালের দাম নিয়ে পর্যালোচনা করার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে চালের দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

বাসমতী ছাড়া অন্যান্য চালের দাম যাতে অবিলম্বে পাইকারি বাজারে কমানো হয়, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) কাছে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে, পাশাপাশি চাল রফতানিও নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কীভাবে দেশের বাজারে চালের দাম এত বাড়ছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। গত দু বছরে ১২ শতাংশ বেড়েছে চালের দাম।

ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফ থেকে দেওয়া বিবৃতিতে বৈঠকের আলোচনা প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। চাল ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনগুলি যাতে তাদের সদস্যদের চালের দাম কমানোর কথা বলা হয়। এফসিআই-এর তরফে চাল মজুত থাকার কথা জানানো হয়েছে সংগঠনগুলিকে। ওই চাল ২৯ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে। খাদ্য ও গণবন্টন দফতরের তরফে চালের মূল্যবৃদ্ধির বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোনও বেনিয়ম দেখলেই হস্তক্ষেপ করা হবে। উল্লেখ্য, মাস কয়েক আগে চালের দাম বেড়ে যাওয়ায় রফতানি বন্ধ করে তা নিয়ন্ত্রণে আনে সরকার।

Next Article