দীপাবলিতে Modi-র উপহার ‘নয়া GST’, কত কোটি ক্ষতি হতে পারে দেশের GDP-র?
GST: সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, দীপাবলি থেকে ভারতে এক নয়া জিএসটি কাঠামো কার্যকর হতে চলেছে। আর নতুন এই কাঠামোয় থাকতে পারে মাত্র দুটি ট্যাক্স স্ল্যাব।

স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেশের মানুষকে দীপাবলিতে নতুন উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে উল্লেখ করেছিলেন ‘নয়া যুগের জিএসটি’র। কিন্তু কী এই ‘নয়া যুগের জিএসটি’?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, দীপাবলি থেকে ভারতে এক নয়া জিএসটি কাঠামো কার্যকর হতে চলেছে। আর নতুন এই কাঠামোয় থাকতে পারে মাত্র দুটি ট্যাক্স স্ল্যাব। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি নতুন এই কর কাঠামোয় অনুমোদন দিয়েছে জিএসটি কাউন্সিল। আর এই কর কাঠামো চালু হলেই ১২ শতাংশ করের আওতায় থাকা ৯৯ শতাংশ পণ্যই নেমে আসবে ৫ শতাংশ করের আওতায়। আর সেটাই হবে সাধারণ মানুষের জন্য দীপাবলির উপহার। এ ছাড়াও ২৮ শতাংশের স্ল্যাবে থাকা জিনিসপত্রের বেশিরভাগই নেমে আসবে ১৮ শতাংশের স্ল্যাবে। ফলে, খরচ কমবে আমজনতার।
কিন্তু এমন হলে জিএসটি থেকে সরকারের আয় কমে যাবে তো! বর্তমানে জিএসটির যে স্ল্যাব চালু রয়েছে তাতে সবচেয়ে বেশি অর্থ আসে ১৮ শতাংশের স্ল্যাব থেকে। প্রায় ৬৫ শতাংশ। ১১ শতাংশ অর্থ আসে ২৮ শতাংশ জিএসটির স্ল্যাব থেকে। তবে, নতুন কাঠামোয় জিনিসপত্রের দাম যখনই হুড়মুড়িয়ে কমবে, তখন মানুষের জিনিস কেনার প্রবণতাও বেড়ে যাবে। ইতিমধ্যেই রেপো রেট কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে, করের পরিমাণ কমলেও কেনাকাটা বেড়ে যাওয়ায় কর আদায়ে খুব একটা বেশি ঘাটতি দেখা যাবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
