Mukesh Ambani: টাটাকে মাত দিতে কৌশল অম্বানীর, চলতি বছরেই বাজারে আসছে এই প্রোডাক্ট

Avra Chattopadhyay |

Jan 07, 2025 | 3:31 PM

Mukesh Ambani: এবার অম্বানীর লক্ষ্য টাটাও। সফ্ট ড্রিঙ্ক তো বটেই গ্লুকো ড্রিঙ্কের বাজারেও চলতি বছরে নিজেদের নাম লেখাতে চলেছেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী। টেক্কা দিতে পারেন টাটার গ্লুকো ড্রিঙ্ককেও।

Mukesh Ambani: টাটাকে মাত দিতে কৌশল অম্বানীর, চলতি বছরেই বাজারে আসছে এই প্রোডাক্ট
রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানী
Image Credit source: Prodip Guha/Getty Images

Follow Us

নয়াদিল্লি: ভারতের সফ্ট ড্রিঙ্কের বাজারে বরাবরই নিজেদের একাধিপত্য চালিয়েছে বিদেশি সংস্থা কোকা-কোলা ও পেপসি। আর সেই একাধিকপত্যকে ভাঙতেই গত বছরের শুরু থেকেই বাজারে ঝাঁপিয়ে পড়ে এককালের জনপ্রিয় সফ্ট ড্রিঙ্ক ক্যাম্পা কোলা। মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের হাত ধরে ভারতের বাজারে পুনর্জন্ম হয় এই সফ্ট ড্রিঙ্কের। বাজারে নামতেই নিজেদের অভিনব স্বাদ ও দামের মাধ্যমে কার্যত ভেঙে দেয় কোকা-কোলা ও পেপসির আধিপত্যকে।

এবার অম্বানীর লক্ষ্য টাটাও। সফ্ট ড্রিঙ্ক তো বটেই গ্লুকো ড্রিঙ্কের বাজারেও চলতি বছরে নিজেদের নাম লেখাতে চলেছেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী। টেক্কা দিতে পারেন টাটার গ্লুকো ড্রিঙ্ক ও পেপসির এনার্জি ড্রিঙ্ক স্টিংকেও। ‘রাশকিক’ গ্লুকো এনার্জির হাত ধরেই এই বাজারে নামতে চলেছে রিলায়েন্স।

একটি সমীক্ষা অনুযায়ী, ভারতের বাজারে বছর বছর ধরে চাহিদা বাড়ছে নন অ্যালকোহলিক ড্রিঙ্কের। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কোকা-কোলা ও পেপসির মতো বড় সংস্থার আধিপত্য ভাঙতে চায় রিলায়েন্স। ২০১৯ সালেই ভারতের নন অ্যালকোহলিক বাজার ছিল ৬৭ হাজার ১০০ কোটি টাকার। যা ২০৩০ সালে পৌঁছে যেতে চলেছে ১ লক্ষ ৪৭ কোটি টাকার গন্ডি, এমনটাই বলছে সমীক্ষা।

সুতরাং, ভারতের সফ্ট ড্রিঙ্কের এই চাহিদা মেটাতে বাজারে নতুন সংস্থার আগমনের এটাই সবচেয়ে ভাল সময়। ফলত, সুযোগের সঠিক ব্যবহার করতেই গরমের আগেই বাজারে আসবে রিলায়েন্সের রাশকিক গ্লুকো ড্রিঙ্ক। এবং ক্যাম্পা কোলার কায়দায় দামেই মাত দেবে কোকা-কোলা ও পেপসির বিভিন্ন প্রোডাক্টকে।

রিলায়েন্স সূত্রে খবর, মাত্র ১০ টাকায় বিক্রি হবে এই রাশকিক-কে। যা দরের দিকে থেকে টেক্কা দেবে কোকা-কোলা ও পেপসির অন্যান্য প্রোডাক্ট। তবে চিন্তার বিষয় একটাই টাটার গ্লুকো ড্রিঙ্ক। সেটিও বাজারে বিক্রি হয় মাত্র ১০ টাকায়। জানা গিয়েছে, টাটাকে মাত দিতে কৌশল এঁটেছে রিলায়েন্স। অভিনব স্বাদেই ক্রেতা মন কাড়বে তাদের এই নতুন প্রোডাক্ট।

Next Article