নয়া দিল্লি: উইকএন্ড, তার উপরে বৃষ্টিভেজা মরশুম। এমন দিনে কি আর ঘরে মন টেকে? হাতের কাজ সেরেই বেরিয়ে পড়ুন। কিছু না হলে, অন্তত সিনেমা দেখে আসুন। ভাবছেন, মাসের শেষ, টাকা পাবেন কোথা থেকে? চিন্তার কোনও কারণ নেই। ১০০ টাকারও কম দামেই দেখতে পারবেন সিনেমা। তাও আবার মাল্টিপ্লেক্সে বসেই।
ভাবছেন কীভাবে সম্ভব? এর জন্য আপনাকে কোনও বিশেষ কাজ করতে হবে না। মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন সিনেমাগুলির তরফেই দেওয়া হচ্ছে এই বিশেষ অফার। মাত্র ৯৯ টাকাতেই দেখা যাবে সিনেমা। পিভিআর আইনক্স, সিনেপলিস, মিরাজ সিনেমা, মুল্টা এ২ মুভিম্যাক্সে গিয়ে দেখতে পাবেন পছন্দের সিনেমা। খরচ হবে মাত্র ৯৯ টাকা।
এই বিশেষ ছাড় পাওয়া যাবে শুধু আজকের জন্যই। ৩১ মে সিনেমা লাভার্স ডে হিসাবে পালিত হয়। সেই কারণেই এই বিশেষ অফার দেওয়া হচ্ছে। দেশজুড়ে প্রায় ৪০০০-রও বেশি মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে আজ এই বিশেষ অফার পাওয়া যাবে। প্রিমিয়াম সিটগুলিতে এই অফার না পাওয়া গেলেও, বাকি ৯০ শতাংশ সিটেই এই ডিসকাউন্ট পাওয়া যাবে।
দক্ষিণের বিভিন্ন সিঙ্গল স্ক্রিনে তো আরও ছাড় দেওয়া হচ্ছে। সেখানে ৯৯ টাকাও নয়, মাত্র ৭০ টাকা থেকে শুরু হচ্ছে সিনেমার টিকিট।