Milk price: গৃহস্থের পকেটে টান পড়তে চলেছে! আজ থেকেই লাফিয়ে বাড়ল দুধের দাম

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 01, 2023 | 6:48 AM

Hotel food price hike: দুধের দাম বাড়ার পাশাপাশি এদিন থেকে কর্নাটকে হোটেল, রেস্টুরেন্টের খাবারের দামও বাড়ছে। ব্রেকফার্স্ট, লাঞ্চ এবং ডিনারের দাম ১০ শতাংশ বাড়ানো হয়েছে।

Milk price: গৃহস্থের পকেটে টান পড়তে চলেছে! আজ থেকেই লাফিয়ে বাড়ল দুধের দাম
নন্দিনী দুধের দাম বাড়ল।

Follow Us

বেঙ্গালুরু: মাসের শুরুতেই গৃহস্থের পকেটে টান পড়তে চলেছে! দুধ ও দুগ্ধজাত দ্রব্যের দাম বাড়তে চলেছে কর্নাটকে (Karnataka)। আজ, ১ অগস্ট, মঙ্গলবার থেকেই কর্নাটকের দুধ সংস্থা ‘নন্দিনী’ (Nandini)-র সমস্ত দ্রব্যের দাম বাড়ছে। ১-২ টাকা নয়, ‘নন্দিনী’ দুধের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। দিন তিনেক আগেই দুধের দাম বাড়ানোর বিষয়টি মঞ্জুর করেছে সিদ্দারামাইয়ার সরকার (Karnataka Government)। কর্নাটক দুধ ফেডারেশন (KMF)-এর প্রস্তাব মেনেই দাম বাড়াল সরকার। স্বাভাবিকভাবেই, গৃহস্থের পকেটে কিছুটা টান পড়তে চলেছে।

জানা গিয়েছে, কর্নাটক দুধ ফেডারেশন (KMF) নন্দিনী দুধের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া KMF-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ‘নন্দিনী’ দুধের দাম লিটার প্রতি ৫ টাকার বদলে ৩ টাকা করা চূড়ান্ত করেছেন। গত ২৭ জুলাই কর্নাটক মন্ত্রিসভায় এই বিষয়টি মঞ্জুর হয়েছে। ফলে নন্দিনী-র সব ধরনেরই দুধের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়ল।

হোটেল -রেস্টুরেন্টের খাবারের দাম বাড়ছে

দুধের দাম বাড়ার পাশাপাশি এদিন থেকে কর্নাটকে হোটেল, রেস্টুরেন্টের খাবারের দামও বাড়ছে। বেঙ্গালুরুর এক হোটেল মালিক মঞ্জুনাথ জানান, সব জিনিসের দাম বাড়ার ফলে আমাদের ব্যবসা চালানো সমস্যা হচ্ছে। তাই ব্রেকফার্স্ট, লাঞ্চ এবং ডিনারের দাম ১০ শতাংশ বাড়ানো হয়েছে।

বাস ও গাড়ি ভাড়া বাড়ছে

এদিন থেকে কর্নাটক পরিবহণ সংস্থার অন্তর্গত বাস ভাড়াও বাড়ছে। কর্নাটক রাজ্য পরিবহণ সংস্থার (KSRTC)-র বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা থেকে ৫ টাকা বাড়ানো হয়েছে। বাস ভাড়া ছাড়া স্কুল, কলেজের গাড়ি, ক্যাব এবং ট্রাক ভাড়াও বাড়ছে।

Next Article