মুম্বই: দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তাঁর নাতি, যার বয়স মোটে ৪ মাস , তাঁকে ২৪০ কোটি টাকার ইনফোসিসের শেয়ার উপহার দিয়েছিলেন। বিশ্বের সবথেকে দামি উপহার বলা হচ্ছিল এটাকে। বিশ্বের সবথেকে ধনী শিশুও হয়ে ওঠে নারায়ণ মূর্তির নাতি। কিন্তু এই রেকর্ড বেশিদিন টিকল না। নারায়ণ মূর্তির নাতির রেকর্ড ভেঙে দিলেন বলিউডের স্টার কিড। তা আর কেউ নয়, রণবীর কাপুর, আলিয়া ভাটের একমাত্র মেয়ে রাহা কাপুর। রণবীর তাঁর মেয়েকে এমন একটি উপহার দিয়েছেন, যার মূল্য ২৫০ কোটি টাকা!
জানা গিয়েছে, রণবীর কাপুর তাঁর মেয়ে রাহাকে বাংলো উপহার দিচ্ছেন, যার দাম ২৫০ কোটি টাকা। মুম্বইয়ের বান্দ্রায় কৃষ্ণা রাজ বাংলোটি, যেখানে নীতু কাপুর থাকেন, তা নিজের মেয়ে রাহার নামে লিখে দিচ্ছেন রণবীর কাপুর। মাত্র ১ বছর ৪ মাস বয়সেই রাহা বলিউড তথা দেশের সবথেকে ধনী শিশু হতে চলেছে।
প্রসঙ্গত, কৃষ্ণা রাজ বাংলোটির মালিক ছিলেন প্রয়াত অভিনেতা রাজ কাপুর এবং তাঁর স্ত্রী কৃষ্ণা রাজ। স্ত্রীর নামেই এই বাংলোর নামকরণ করেছিলেন রাজ কাপুর। কাপুর পরিবারের একমাত্র নাতি হওয়ায়, রণবীর কাপুর এই পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এখন তিনি এই সম্পত্তিই তাঁর মেয়ে রাহাকে উপহার দিয়েছেন। এক্ষেত্রে বলে রাখা ভাল, ভারতে পৈতৃক সম্পত্তিতে কোনও কর দিতে হয় না।
এই বাংলো ছাড়াও, এই তারকা দম্পতির বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য ৬০ কোটি টাকারও বেশি। কৃষ্ণা রাজ বাংলোর সংস্কার শেষ হলে, এটি শাহরুখ খানের মান্নাত এবং অমিতাভ বচ্চনের জলসার তুলনায় মুম্বইয়ের সবচেয়ে ব্যয়বহুল বাংলো হয়ে উঠবে।