সান ফ্রান্সিসকো: অন্য কারোর অ্যাকাউন্ট থেকে নেটফ্লিক্স(Netflix) দেখছেন? তাহলে আপনার ‘নেটফ্লিক্স অ্যান্ড চিল’-এ ছেদ পড়তে চলেছে এবার। কারণ পাসওয়ার্ড ভাগাভাগি (Password Sharing) নিয়ে আরও কড়া হল সংস্থা। মঙ্গলবার নেটফ্লিক্সের তরফে সাফ জানানো হল, এবার থেকে আর বন্ধু-বান্ধবদের সঙ্গে অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। একমাত্র পরিবারের মধ্যেই ভাগ করা যাবে একটি অ্যাকাউন্ট। সেই গণ্ডির বাইরে আর কারোর সঙ্গে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। অনলাইন স্ট্রিমিং পরিষেবার তরফে আগেই জানানো হয়েছিল, একই অ্য়াকাউন্ট একাধিক ব্যক্তি মিলে ভাগাভাগি করে দেখায়, সংস্থাকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে।
মঙ্গলবার নেটফ্লিক্স সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, “একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট এবার থেকে এক পরিবারের জন্যই ব্যবহার করা যাবে”। চলতি বছরের শুরুর দিকেই নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছিল, বিশ্বজুড়ে প্রায় ১০ কোটিরও বেশি পরিবার নেটফ্লিক্স অ্যাকাউন্ট ভাগ করে ব্যবহার করে। এরফলে সংস্থাকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। নতুন করে তারা টেলিভিশন শো ও ফিল্মে বিনিয়োগ করতে পারছে না।
গত এপ্রিলেই নেটফ্লিক্সের তরফে জানানো হয়, তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ২৩২.৫ মিলিয়ন ২৩.৩৫ কোটি ছাড়িয়েছে।