নয়া দিল্লি: এটিএমে টাকা তুলতেও এখন ব্যাঙ্ক-কে দিতে হয় টাকা। একটি নির্দিষ্ট সীমা অবধি টাকা তোলার ক্ষেত্রে কোনও চার্জ না লাগলেও, সেই সীমা পার হয়ে গেলেই প্রত্যেক লেনদেনের জন্য ব্যাঙ্ক একটি অঙ্ক কেটে নেয় অ্যাকাউন্ট থেকে। সরকারি ও বেসরকারি- দুই ধরনের ব্যাঙ্কই এই চার্জ নেয়। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এবার ইন্টারচেঞ্জ লেনদেনের ক্ষেত্রে নতুন চার্জ ধার্য করল। চলতি অগস্ট মাস থেকেই একাধিক ব্যাঙ্ক এই নতুন চার্জ কার্যকর করেছে।
আপনার কাছে কী ধরনের ডেবিট বা ক্রেডিট কার্ড রয়েছে, তার উপর নির্ভর করেই এটিএমে টাকা তোলার ক্ষেত্রে কতবার ফ্রি ট্রানজাকশন করতে পারবেন, তা ধার্য করা হয়। গত বছর জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়, মাসিক ফ্রি ট্রানজাকশনের সীমা পার হয়ে গেলে, তারপর প্রতিবার টাকা তোলার ক্ষেত্রে গ্রাহককে ২১ টাকা করে চার্জ দিতে হবে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্যাঙ্কগুলি এই নিয়ম কার্যকর করেছে। এর আগে ব্যাঙ্কগুলি প্রতি লেনদেনের ক্ষেত্রে ২০ টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হত।
প্রতি মাসে সাধারণত এটিএম থেকে পাঁচটি ট্রানজাকশন বিনামূল্যে করতে দেওয়া হয়। এই লেনদেনের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ লাগে না। যদি কোনও এক ব্যাঙ্কের গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে তিনবার ফ্রি ট্রানজাকশনের সুবিধা দেওয়া হয়। নন-মেট্রো সেন্টারের গ্রাহকরা অন্য ব্যাঙ্ক থেকে পাঁচবার বিনা সার্ভিস চার্জে টাকা তুলতে পারেন।
এবার রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে ১ অগস্ট থেকে প্রতি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ১৭ টাকা এবং আর্থিক লেনদেন ছাড়া অন্য কোনও এটিএম পরিষেবা (যেমন ব্যালেন্স চেক করা, টাকা ডিপোজিট করা, পিন নম্বর পরিবর্তনের মতো পরিষেবা) গ্রহণ করলে, সেক্ষেত্রে ৬ টাকা করে দিতে হবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে এটিএম ইন্সটল ও মেইনটেনেন্সের জন্যই সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি এটিএম সার্ভিস চার্জ নেয়। অনেক ব্য়াঙ্ক আবার এটিএম কার্ড বা ডেবিট কার্ডের জন্য বার্ষিক একটি ফি-ও নেয়।