নয়া দিল্লি: ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া লেনদেন করার কথা এখন কার্যত কেউ ভাবতেই পারেন না। ব্যাঙ্ক ব্যালান্স যাই থাকুক না কেন, টাকা তুলতে ব্যাঙ্কে যাওয়ার বদলে কার্ডের ওপরেই ভরসা করেন গ্রাহকেরা। তবে যাঁরা নতুন কার্ড নিচ্ছেন, তাঁদের বেশ কিছু নিয়ম জানতেই হবে। নতুন কিছু গাইডলাইন দেওয়া হয়েছে কার্ডের বিষয়ে। এবার থেকে কার্ড হাতে পেলেই টাকা তোলা যাবে না। অনলাইনে বা অনলাইনে- কোনওভাবেই লেনদেন করতে পারবেন না। সবার আগে চালু করতে হবে কার্ড কন্ট্রোল অপশন।
ইকনমিক টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ডিবিএস ব্যাঙ্কের অন্যতম উচ্চপদস্থ কর্তা সতীশ পিল্লাই জানিয়েছেন, নতুন গাইডলাইন অনুযায়ী, একজন গ্রাহক কার্ড কীভাবে ব্যবহার করবেন, তার পুরো নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকের হাতেই। কার্ডের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, গ্রাহক ওই কার্ড কীভাবে ব্যবহার করবেন, অনলাইন নাকি অফলাইন লেনদেনের জন্য,অনলাইনে কেনাকাটা করবেন কি না, তা ঠিক করতে পারবেন গ্রাহকেরা। দেশের মধ্যে নাকি দেশের বাইরে লেনদেন করতে চান, সেটাও গ্রাহকেরা কার্ড ব্যবহারের আগে ঠিক করে দেবেন।
নতুন কার্ড নেওয়ার পর কার্ড কন্ট্রোল সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ওই কার্ড ব্যবহার করে কোনও লেনদেন করা যাবে না। এরপর ওই কন্ট্রোল অন করতে হবে ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা পোর্টাল থেকে। অ্যাকাউন্টে গিয়ে লেনদেনের সীমাও ঠিক করে দিতে হবে গ্রাহকদের। যদি নেট ব্যাঙ্কিং ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে ব্যাঙ্কে গিয়ে ওই কন্ট্রোল অন করিয়ে আনতে হবে।