AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nita Ambani: গোটা বিশ্বে মাত্র ১১টাই রয়েছে! নীতা অম্বানীর ১০০ কোটির গাড়িতে কী এমন আছে?

India's Most Expensive Car: নীতা অম্বানীর কাছে বহু দেশি-বিদেশি গাড়ির সম্ভার রয়েছে। এর মধ্যে সবথেকে দামি ও বিশেষ গাড়ি হল অডি এ৯ ক্যামেলিয়ন। এর দাম কত জানেন? আনুমানিক ১০০ কোটি টাকা!

Nita Ambani: গোটা বিশ্বে মাত্র ১১টাই রয়েছে! নীতা অম্বানীর ১০০ কোটির গাড়িতে কী এমন আছে?
দেশের সবথেকে দামি গাড়ি আছে নীতা অম্বানীর কাছে।Image Credit: PTI
| Updated on: Aug 17, 2025 | 12:15 PM
Share

মুম্বই: দেশ তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। তাঁর আনুমানিক সম্পত্তি ১০ হাজার ৩৫০ কোটি ডলার। তবে স্ত্রী নীতা অম্বানীও কম কিছু নন। রিলায়েন্স ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স টিমও সামলান তিনি। তবে জানেন কী, ক্রিকেটের পাশাপাশি গাড়িও খুব ভালবাসেন মুকেশ অম্বানীর স্ত্রী। তাঁর কাছেই রয়েছে দেশের সবথেকে দামি গাড়ি। কী গাড়ি সেটি? দামই বা কত?

নীতা অম্বানীর কাছে বহু দেশি-বিদেশি গাড়ির সম্ভার রয়েছে। এর মধ্যে সবথেকে দামি ও বিশেষ গাড়ি হল অডি এ৯ ক্যামেলিয়ন। এর দাম কত জানেন? আনুমানিক ১০০ কোটি টাকা! এত দামি গাড়ি, এর বিশেষত্বও বাকি দামি গাড়ির থেকে অনেক আলাদা। বিশ্বের খুব কম ধনী ব্যক্তির কাছেই এই গাড়ি রয়েছে।

অডি এ৯ ক্যামেলিয়নের (Audi A9 Chameleon) ফিচার্স-

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই গাড়ির প্রধান বিশেষত্ব হল গাড়িটি রঙ বদলাতে পারে। অদ্ভুত লাগলেও, এটি সত্যি। একটি বাটনেই গাড়ির রঙ বদলে ফেলা যায়। ইলেকট্রিকের মাধ্যমে রঙ বদল হয়। গোটা বিশ্বে মাত্র ১১টিই গাড়ি রয়েছে এই ভ্যারিয়েন্টের।

তবে শুধু রঙ বদলই নয়, গাড়িতে রয়েছে সিঙ্গল পিস উইন্ডস্ক্রিন ও ছাদ, যা একে অনেকটা স্পেসশিপের মতো রূপ দেয়।  গাড়িটির দরজাও বাকি গাড়ির থেকে বেশ আলাদা।

নীতা অম্বানীর গাড়ি।

৪ লিটারের ভি৮ ইঞ্জিন রয়েছে গাড়িতে, ৬০০ হর্সপাওয়ারের ক্ষমতাযুক্ত এই গাড়ির আরেকটি বিশেষত্ব হল মাত্র সাড়ে তিন সেকেন্ডেই ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে পারে। এই গাড়ির সর্বোচ্চ স্পিড হল ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

অডি এ৯ ক্যামেলিয়ন ছাড়াও নীতা অম্বানীর কাছে রোলস রয়েস ফ্যান্টম (Rolls-Royce Phantom VIII EWB), মার্সিডিজ মেব্যাক এস৬০০ গার্ড (Mercedes-Maybach S600 Guard), ফেরারি ৮১২ সুপারফাস্ট, বেন্টলি কন্টিনেন্টাল ফ্লায়িং স্পার, রোলস রয়েস কুলিনান ও বিএমডব্লু ৭ সিরিজের 760Li গাড়ি আছে।

যদিও এমন দাবিও রয়েছে যে এই গাড়ি আসলে তৈরিই হয়নি। এটি কনসেপ্ট কার। অর্থাৎ তা এখনও তৈরি হওয়া বাকি। অডির এ৮ সিরিজ পর্যন্তই সিডান গাড়ি রয়েছে। স্প্যানিশ ডিজাইনার ড্যানিয়েল গার্সিয়া ২০১০ সাল নাগাদ এই গাড়ি ডিজাইন করেছিলেন।