Call Drop: কল ড্রপের সমস্যা থেকে শিগগিরই মিলবে মুক্তি, বড় পদক্ষেপ নিচ্ছে সরকার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 08, 2023 | 7:00 AM

TRAI Regulation: টেলিকম গ্রাহকদের জন্য রয়েছে দারুণ খবর। শিগগিরই কলড্রপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। লাগাতার অভিযোগের প্রেক্ষিতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার।

Call Drop: কল ড্রপের সমস্যা থেকে শিগগিরই মিলবে মুক্তি, বড় পদক্ষেপ নিচ্ছে সরকার
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: টেলিকম গ্রাহকদের জন্য দারুণ খবর। শিগগিরই কলড্রপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আসলে, এই বিষয়ে ক্রমশ অভিযোগ বাড়ছিল। এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ছোট ছোট টাওয়ার বসানোর অনুমতি দেবে সরকার। এই ছোট টাওয়ারগুলি স্থাপনের জন্য টেলিকম সংস্থাগুলির কোনও সরকারি অনুমোদনের প্রয়োজন হবে না। ফলে ছোট টাওয়ারগুলি স্থাপন করতে বেশি সময় লাগবে না। এর পাশাপাশি এই বিষয়ে নির্দেশিকাতেও পরিবর্তন আনা হবে।

ফোন কোনও কারণে সেলুলার নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে কলটি কেটে যায় বা অপর পক্ষের কথা শোনা যায় না, সেই সমস্যাকেই কলড্রপ বলা হয়। সাধারণত সিগন্যালের খারাপ মানের কারণে এই সমস্যা হয়। সহজ কথায়, যখন আপনার ফোন থেকে নেটওয়ার্ক অদৃশ্য হয়ে যায়, তাকেই বলে কলড্রপ। টেলিকম বিশেষজ্ঞদের মতে, সরকারি অনোমদনের জন্য অপেক্ষার কারণে ছোট টাওয়ারগুলি স্থাপনে অনেক সময় লাগে। কলড্রপ কমানোর পাশাপাশি ৫জি পরিষেবার প্রচারের জন্য নির্দেশিকা পরিবর্তনের প্রস্তুতিও নিচ্ছে সরকার।

এই জিনিসগুলি পরিবর্তন করছে ট্রাই (TRAI)

– কল ড্রপ কম হবে

– ছোট টাওয়ার স্থাপনের জন্য সরকারি অনুমতি লাগবে না

– ৬০০ ওয়াট পর্যন্ত বিটিএস (BTS) ইনস্টল করার জন্য কোন অনুমোদন লাগবে না

– টেলিকম সংস্থাগুলি ট্রাফিক লাইট, স্ট্রিট লাইট বা অন্যান্য পরিকাঠামোতে ছোট টাওয়ার স্থাপন করতে পারবে

– দ্রুত ৫জি পরিষেবা চালু করা সম্ভব হবে

– টেলিকম নিয়ন্ত্রক ট্রাইও এই সুপারিশ করেছে

– সরকার শীঘ্রই নতুন নির্দেশিকা জারি করতে পারে

– ছোট টাওয়ার স্থাপনের জন্য সংস্থাগুলিকে শুধুমাত্র সেল্ফ সার্টিফিকেট দিতে হবে

Next Article