No Sick Leaves: সর্দি-কাশির কথা বলে অফিস কামাই, এবার ধরা পড়ে যাবে ‘অজুহাত’
No Sick Leaves: সর্দি-কাশির অজুহাতে অফিসে ছুটির দিন শেষ। মিথ্যে বললে ধরে ফেলবে এআই।
সর্দি-কাশি বা ফ্লুয়ের অজুহাত দিয়ে বারবার ছুটি নেন অফিসে? এবার সেদিন শেষ। এই ধরনের শরীর খারাপের বাহানা দিয়ে অফিস থেকে ছুটি নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। কারণ এবার মিথ্যে অজুহাতে ছুটি পেতে অসুবিধায় পড়তে হতে পারে আপনাকে। কারণ মিথ্যে বলে ছুটি চাইলে অফিসের বস ধরতে না পারলেও। রেহাই পাবেন না কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের থেকে।
বর্তমানে সবক্ষেত্রেই AI-র রমরমা। সাম্প্রতিককালে একের পর এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছে ChatGPT। আর আমাদের জীবনে AI-র আবির্ভাব ঘটায় তা শুধুমাত্র কাজকে সহজই করে তোলেনি বরং একই সঙ্গে বীড়ম্বনাও তৈরি করেছে। এখন বসের কাছে মিথ্যে অজুহাতে ছুটি চাইলে তা ধরা পড়ে যেতে পারে। আর তখনি আপনার ছুটি বাতিল করে অফিসে ডাকতে পারেন আপনাকে। একটি গবেষণা থেকে জানা গিয়েছে, AI মানুষের গলার স্বর শুনে ধরে ফেলতে পারে আদৌ আপনার ঠান্ডা লেগেছে কি না। আর ফলে আপনার মিথ্যে এইভাবেই ফাঁস হয়ে যেতে পারে।
গবেষণায় কী বলছে?
একাধিক প্রতিবেদন অনুযায়ী, সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির কিছু গবেষক ৬৩০ জনের ভয়েস প্যাটার্ন নিয়ে গবেষণা করেছেন। এই ৬৩০ জনই বলছিলেন যে তাঁদের সর্দি-কাশি হয়েছে। কিন্তু গবেষণার পরে দেখা যায় তাঁদের মধ্যে মাত্র ১১১ জনের সাধারণ সর্দি হয়েছে। গবেষকরা এই সমস্ত লোকের ভোকাল প্যাটার্ন পরীক্ষা করেছেন যাতে ঠান্ডা লাগা এবং ফ্লু সনাক্ত করা যায়। এই পরীক্ষায় হারমোনিক্স ব্যবহার করা হয়েছে।
ধরা পড়বে মিথ্যে
এই পরীক্ষার জন্য, গবেষকরা লোকেদের ১ থেকে ৪০ পর্যন্ত গণনা করতে এবং তারপর সপ্তাহান্তে কে কী করলেন তার বর্ণনা দিতে বলেছিলেন। এ ছাড়া তাঁদের একটি গল্প শোনাতেও বলা হয়েছিল। তারপর তাঁদের স্বরে হারমোনিক্স পর্যবেক্ষণ করে সত্য মিথ্যা বিচার করা হয়েছে। এই গবেষণায় প্রায় ৭০% নির্ভুলতা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে এই কৌশলটি কর্পোরেট অফিসের বসের জন্য কার্যকর হতে পারে। এটির মাধ্যমে, তাঁরা এমন কর্মচারীদের সম্পর্কে জানতে সক্ষম হবেন যারা প্রায়সই সর্দি এবং ফ্লুর অজুহাতে ছুটি নেন। ফলে এবার থেকে ফাঁপরে পড়বেন কর্মীরা।