TCS Employee: ওয়ার্ক ফ্রম হোমের দিন শেষ! কবে থেকে অফিস আসতে হবে জানিয়ে দিল সেরা ভারতীয় আইটি কোম্পানি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 26, 2022 | 5:25 PM

Tata Consultancy Services: কয়েকমাসেই আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে টিসিএস '25X25' মডেলে কাজ করছে। অর্থাৎ টিসিএসের কোনও একটি অফিসের মাত্র ২৫ শতাংশ কর্মীই সরাসরি অফিস থেকে কাজ করবেন

TCS Employee: ওয়ার্ক ফ্রম হোমের দিন শেষ! কবে থেকে অফিস আসতে হবে জানিয়ে দিল সেরা ভারতীয় আইটি কোম্পানি
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: করোনা মহামারির শুরু সময় থেকেই বাড়তে থাকা সংক্রমণের কারণে বিভিন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ক ফ্রম হোম চালু করেছিল। দীর্ঘ দু’বছরের বেশি সময় চলার পরও এখনও করোনার প্রকোপ থেকে মুক্ত হয়নি মনুষ্য সমাজ। সংক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে তাই ধীরে কর্মীদের অফিসে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে সরকার। বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতের অন্যতম নামজাদা তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস বা টিসিএস ১৫ নভেম্বর থেকে সংস্থার সকল কর্মীদের অফিসে ফিরে আসার নির্দেশ দিয়েছে।

কয়েকমাসেই আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে টিসিএস ’25X25′ মডেলে কাজ করছে। অর্থাৎ টিসিএসের কোনও একটি অফিসের মাত্র ২৫ শতাংশ কর্মীই সরাসরি অফিস থেকে কাজ করবেন। এমনকী কর্মীদের অফিসে তাদের মোট সময়ের ২৫ শতাংশের বেশি ব্যয় করতে বলা হবে না। টিসিএস জানিয়েছে, এই পদ্ধতির মাধ্যমে তারা সংস্থার কর্মীদের ধীরে ধীরে অফিসে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে এবং হাইব্রিড ওয়ার্ক মডেলে কাজ করতে সাহায্য করেছে।

উল্লেখ্য বিশ্বের অন্যতম সেরা টেক জায়েন্ট অ্যাপেলও তাদের কর্মীদের অফিসে ফিরে আসতে বলেছিল, কিন্তু সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংস্থায় বিপক্ষে গিয়েছে। এমনকী কর্মীদের তরফে আদালতে মামলা দায়ের করে বলা হয়েছিল, যে জীবনের ঝুঁকি বাড়িয়ে তাদের অফিসে ফিরে আসতে বলা হচ্ছে। কর্মীদের তরফে দায়ের হওয়া পিটিশনের পরিপ্রেক্ষিতে অ্যাপেলের সিইও টিম কুক জানিয়ে ছিলেন, সেপ্টেম্বর থেকে সংস্থার কর্মীদের কমপক্ষে সপ্তাহে ৩ দিন করে অফিসে আসতে হবে।

Next Article