Infosys Shareholders: নারায়ণ মূর্তি, সুধা মূর্তি নন! ইনফোসিসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার কে জানেন?
NR Narayana Murthy, Infosys: ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কাছে রয়েছে সংস্থার ০.৩৬ শতাংশ শেয়ার। কিছুদিন আগেই তিনি তাঁর নাতি একাগ্রকে সংস্থার ০.০৪ শতাংশ শেয়ার উপহার হিসাবে দিয়েছেন সংখ্যার বিচারে তা প্রায় ১৫ লক্ষ শেয়ার। এর অর্থমূল্য ২৪০ কোটি টাকার কাছাকাছি।
দেশের অন্যতম বড় সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার কে জানেন? না ইস্নফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বা তাঁর পরিবারের কেউ এই তালিকায় প্রথম তিনেও আসেন না। ইনফোসিসের সবচেয়ে বড় প্রোমোটর শেয়ারহোল্ডার সুধা গোপালাকৃষ্ণণ, যিনি সহ প্রতিষ্ঠাতা এস গোপালাকৃষ্ণণের স্ত্রী।
ভারতীয় জীবন বিমা নিগম ইনফোসিসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। তাদের কাছে ৯.৫৩১ শতাংশ শেয়ার রয়েছে। যা সংখ্যার বিচারে ৩৯ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ২০০। ভারতের সবচেয়ে বড় জীবন বিমা সংস্থা ভারতের অন্যতম বড় তথ্য-প্রযুক্তি সংস্থার উপর আস্থা দেখিয়ে গতবছরের তুলনায় ইনফোসিসে তাদের অংশীদারি বাড়িয়েছে। ইনফোসিসের দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেডের হাতে রয়েছে ৪.২১০ শতাংশ শেয়ার। আর তারপর শেয়ারের শতাংশের বিচারে রয়েছেন সুধা গোপালাকৃষ্ণণ। তাঁর কাছে রয়েছে ২.২৯৭ শতাংশ শেয়ার।
কত শেয়ার রয়েছে মূর্তি পরিবারের কাছে?
ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কাছে রয়েছে সংস্থার ০.৩৬ শতাংশ শেয়ার। কিছুদিন আগেই তিনি তাঁর নাতি একাগ্রকে সংস্থার ০.০৪ শতাংশ শেয়ার উপহার হিসাবে দিয়েছেন সংখ্যার বিচারে তা প্রায় ১৫ লক্ষ শেয়ার। এর অর্থমূল্য ২৪০ কোটি টাকার কাছাকাছি। আর এর পর একাগ্রকে ভারতের কনিষ্ঠতম কোটিপতিদের মধ্যে অন্যতম হিসাবে গণ্য করা হয়।
নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি ইনফোসিসের প্রায় ০.৯৫ শতাংশ শেয়ারের মালিক। সংখ্যার বিচারে যা প্রায় ৩ কোটি ৪৫ লক্ষ শেয়ার। ইনফোসিসের ১.০৫ শতাংশ বা প্রায় ৩ কোটি ৮৯ লক্ষ শেয়ার রয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী ও নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তির কাছে। আর নারায়ণ মূর্তির ছেলে রোহন মূর্তির কাছে রয়েছে ১.৪৬৫ শতাংশ শেয়ার। সংখ্যার বিচারে যা ৬ কোটি ৮০ লক্ষ শেয়ার।
ইনফোসিসে শেয়ারহোল্ডারদের তালিকা অনেকটা এমন
ভারতীয় জীবন বিমা নিগমের হাতে রয়েছে ৩৯ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ২০০ শেয়ার। অংশীদারি রয়েছে ৯.৫৩১ শতাংশ। অর্থমূল্য প্রায় ৮ হাজার ৬৯৪ কোটি টাকা
এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেডের হাতে রয়েছে ১৭ কোটি ৪৮ লক্ষ ১৩ হাজার ৭৩৫ শেয়াড়। অংশীদারি রয়েছে ৪.২১০ শতাংশ। অর্থমূল্য প্রায় ৩ হাজার ৮৪০ কোটি।
সুধা গোপালাকৃষ্ণণের কাছে রয়েছে ৯ কোটি ৫৩ লক্ষ ৫৭ হাজার শেয়ার। ইনফোসিসে তাঁর অংশীদারিত্ব রয়েছে ২.২৯৭ শতাংশ। তাঁর কাছে থাকা শেয়ারের অর্থমূল্য প্রায় ২ হাজার ৯৫ কোটি টাকা।
এ ছাড়াও জিআইসি পিটিই লিমিটেড, ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, রোহন মূর্তি, নরগেস ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কাছে রয়েছে ইনফোসিসের শেয়ার।