আধার কার্ডে অনেকেরই ঠিকানা ভুল আসে। তবে এর জন্য আর চিন্তার কোনও কারণ নেই। এখন খুব সহজেই ভুল ঠিকানা বদলাতে পারবেন আধার কার্ড হোল্ডাররা। পরিবারের প্রধানের অনুমতি নিয়ে হোল্ডাররা এই ঠিকানা পরিবর্তন করতে পারেন সহজেই। মঙ্গলবার এই সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করেছে UIDAI। সেই বিবৃতিতে বলা হয়েছে, আধার কার্ড হোল্ডাররা এবার থেকে পরিবারের প্রধানের অনুমতি নিয়ে তাঁদের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
UIDAI-র বক্তব্য, আধারে HoF ভিত্তিক অনলাইন ঠিকানা আপডেট করা আরও সহজ হবে আধার কার্ড হোল্ডারদের জন্য। আধার কার্ডে ঠিকানা আপডেটের জন্য যাঁদের প্রয়োজনীয় সহায়ক নথি নেই তাঁরা পরিবারের প্রধানের সম্মতি নিয়েই এবার আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে পারবেন। যাঁরা বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্তে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁদের জন্য এই ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হবে।
তবে পরিবারের প্রধানের সম্মতি ছাড়াও যে কেউ নিজের আধার কার্ডের ঠিকানা আপডেট করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র ও বৈধ প্রমাণ দিয়ে আধার কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন।
প্রতীকী ছবি
তবে এই আধার কার্ডে ঠিকানা আপডেটের জন্য নাগরিকদের ৫০ টাকা দিতে হবে। পেমেন্ট সফল হলেই নাগরিকরা সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) পাবেন। এবং HOF-র কাছে ঠিকানার অনুরোধ জানিয়ে একটি বার্তা যাবে। HOF তাতে সম্মতি দিলেই আধার কার্ড হোল্ডারের অনুরোধ কার্যকর করা হবে। এদিকে HOF দের নোটিফিকেশন পাওয়ার ৩০ দিনের মধ্যে My Aadhaar Portal এ গিয়ে তাঁদের সম্মতি দিতে হবে।
আর যদি HOF এই অনুরোধ বাতিল করে দেন এবং নিজের ঠিকানা দিতে রাজি না হন বা ৩০ দিনের মধ্যে তিনি যদি সেই অনুরোধ গ্রহণ করে তাতে সম্মতি না দেন তাহলে আধার কার্ড হোল্ডারের ঠিকানা পরিবর্তনের অনুরোধ বাতিল হয়ে যাবে। এই বিষয়ে আধার কার্ড হোল্ডার একটি বার্তাও পাবেন। তবে যদি তাঁর ঠিকানা আপডেটও না হয় তবুও তিনি কোনও টাকা ফেরত পাবেন না।