AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আর ২৪ ঘণ্টা নয়, ২-৩ ঘণ্টাতেও পাবেন স্বাস্থ্যবিমার ক্লেম, নিয়মে বড় বদল

Health Insurance: এখন আপনি ছানি অপারেশন, ডায়ালাইসিস, কেমোথেরাপির মতো ডে-কেয়ার চিকিৎসার জন্য ক্লেম পেতে পারবেন রোগীরা।

আর ২৪ ঘণ্টা নয়, ২-৩ ঘণ্টাতেও পাবেন স্বাস্থ্যবিমার ক্লেম, নিয়মে বড় বদল
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Jul 11, 2025 | 11:16 PM
Share

নয়া দিল্লি: স্বাস্থ্যবীমা নিয়ে বড় খবর। গ্রাহকদের স্বস্তি দিতেই নিয়মে করা হচ্ছে পরিবর্তন। এবার থেকে আর চিকিৎসার জন্য আপনাকে ২৪ ঘণ্টা হাসপাতালে থাকতে হবে না। একাধিক বিমা সংস্থা এখন মাত্র ২ ঘণ্টা হাসপাতালে ভর্তির জন্যও মেডিক্লেম দিচ্ছে। এই পরিবর্তন আনা হয়েছে কারণ এখন চিকিৎসার পদ্ধতিগুলি খুব দ্রুত এবং আধুনিক হয়ে উঠেছে।

আগে যেখানে রোগীদের ছানি অপারেশন, কেমোথেরাপি বা অ্যাঞ্জিওগ্রাফির মতো চিকিৎসার জন্য রাতভর হাসপাতালে থাকতে হত, এখন সে সমস্ত পরিষেবাই কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন হয়। তাই অনেক ক্ষেত্রেই আর ২৪ ঘন্টা হাসপাতালে থাকার প্রয়োজন পড়ে না। তাই পুরনো শর্ত বদল করছে অনেক সংস্থাই।

কিছু স্বাস্থ্যবিমা কোম্পানি তাদের নীতি পরিবর্তন করেছে এবং স্বল্পমেয়াদী চিকিৎসাও কভার করা শুরু করেছে। ICICI Lombard Elevate Plan ১০ লক্ষ টাকার কভার অফার করে। একজন ৩০ বছরের ব্যক্তির জন্য এর বার্ষিক প্রিমিয়াম প্রায় ৯,১৯৫ টাকা। এছাড়াও রয়েছে Care Supreme Plan, যা ১০ লক্ষ টাকার কভার অফার করে। এর প্রিমিয়াম বার্ষিক ১২ হাজার ৭৯০ টাকা। Niva Bupa Health Insurance Plan ১০ লক্ষ টাকার কভার অফার করে, যার প্রিমিয়াম বার্ষিক ১৪ হাজার ১৯৯ টাকা।

এখন আপনি ছানি অপারেশন, ডায়ালাইসিস, কেমোথেরাপির মতো ডে-কেয়ার চিকিৎসার জন্য ক্লেম পেতে পারবেন রোগীরা। ফলে অল্প সময়ের মধ্যে চিকিৎসা করা হলেও, আপনাকে আপনার পকেট থেকে টাকা দিতে হবে না। এটি মানুষকে সময়মতো চিকিৎসা পেতে সাহায্য করবে এবং আর্থিক বোঝা থেকেও মুক্তি দেবে।