কলকাতা: ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) হল একটি অবসরের স্বেচ্ছা সঞ্চয় প্রকল্প। এই প্রকল্প গ্রাহকদের অবসরকালে পেনশনের আকারে ভবিষ্যত সুরক্ষিত করার সুবিধা দেয়। এর জন্য মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে হয়। সরকারি এই বিনিয়োগে ইক্যুইটি এবং ঋণ উভয় সুবিধাই পাওয়া যায়। পিপিএফ, ইপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো, এই জাতীয় পেনশন ব্যবস্থাতে বিনিয়োগেও আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
অবসরকালে মাসে মাসে উচ্চ মূল্যের পেনশন পেতে গেলে বিনিয়োগকারীদের যত দ্রুত সম্ভব এই ব্যবস্থায় লগ্নি শুরু করা উচিত বলে জানিয়েছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। প্রতি মাসে ২ লক্ষ টাকা বা তার বেশি পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারে। এর জন্য মাসে মাসে কতটা আর্থিক অবদান রাখতে হবে, তা সহজেই এনপিএস পেনশন ক্যালকুলেটর ব্যবহার করে গণনা করা যায়।
ধরা যাক কোনও ব্যক্তি ২০ বছর বয়স থেকে শুরু করে অবসর নেওয়ার আগে পর্যন্ত, বা ৬০ বছর বয়স না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করলেন। তবে, এনপিএস ক্যালকুলেটর অনুসারে তিনি মেয়াদ শেষে এক লপ্তে প্রায় ১.৯১ কোটি টাকা পাবেন। সেই সঙ্গে, ১.২৭ কোটি টাকা করে বার্ষিক পেনশন পাবেন। বার্ষিক সুদের হার ৬ শতাংশ হলে, ১.২৭ কোটি বার্ষিক পেনশনের মূল্য থেকে ওই ব্যক্তি প্রতি মাসে ৬৩,৭৬৮ টাকা করে মাসিক পেনশন পাবেন।
মাসিক আয় আরও বাড়াতে এক লপ্তে পাওয়া অর্থ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে বা এসডব্লুপি-তে বিনিয়োগ করা যেতে পারে। এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বিনিয়োগকারীদের মাসে মাসে বিনিয়োগ করতে দেয়। একইভাবে এসডব্লুপি বিনিয়োগকারীদের মাসে মাসে নির্দিষ্ট অর্থ তুলতে দেয়। সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে অন্তত ৮ শতাংশ সুদ পাওয়া যায়। এই প্রকল্পে বিনিয়োগ করলে দীর্ঘ সময় ধরে ওই অর্থ তোলাল যায়।
অর্থাৎ, ২০ বছর বয়স থেকেই এনপিএস অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে। আগামী ৪০ বছরের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে এনপিএস বা জাতীয় পেনশন ব্যবস্থায়। আর তারপর এনপিএস প্রকল্পের মেয়াদের শেষে পাওয়া ১.৯১ কোটি টাকা এসডব্লুপি-তে রাখতে হবে। তাহলেই, এসডব্লুপি থেকে মাসে মাসে ১.৪৩ লক্ষ টাকা পাওয়া যাবে। এর সঙ্গে বার্ষিক পেনশন পাওয়া মাসে মাসে ৬৩,৭৬৮ টাকা জুড়লে, অবসরকালে মাসে মাসে ২ লক্ষ টাকার বেশি পেনশন পাওয়া যাবে। তবে, বিনিয়োগকারীরা যেখানে আমৃত্যু বার্ষিক পেনশন থেকে মাসে মাসে প্রায় ৬৪,০০০ টাকা পাবেন, সেখানে এসডব্লুপি থেকে অর্থ মিলবে ২৫ বছরের জন্য।