Bike Adventure: বাইক নিয়ে ঘুরতে চান, এই ৭ জায়গায় না গেলেই নয়

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 08, 2023 | 7:30 AM

বাধাকে পিছনে পেলেই বাইকপ্রেমীরা নিজেদের গাড়ি ছুটিয়ে যান সেখানে। বাইক চালনার মাধ্যমে উপভোগ করেন ওই সব এলাকার সৌন্দর্য। এরকমই দেশের কয়েকটি জায়গার সন্ধান দিচ্ছে টিভি৯ বাংলা।

Bike Adventure: বাইক নিয়ে ঘুরতে চান, এই ৭ জায়গায় না গেলেই নয়

Follow Us

নয়াদিল্লি: বাইক নিয়ে ঘুরতে যেতে অনেকেই ভালবাসেন। দীর্ঘ রাস্তা বাইক চালিয়ে ঘুরে বেড়ানো অনেকে বাইকারে নেশা। এ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে একাধিক জায়গায়। যে সব জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর মধ্যে অনেক দুর্গম জায়গাও রয়েছে। কিন্তু সেই সব বাধাকে পিছনে পেলেই বাইকপ্রেমীরা নিজেদের গাড়ি ছুটিয়ে যান সেখানে। বাইক চালনার মাধ্যমে উপভোগ করেন ওই সব এলাকার সৌন্দর্য। এরকমই দেশের কয়েকটি জায়গার সন্ধান দিচ্ছে টিভি৯ বাংলা। এই সব স্থানে বাইক চালিয়ে ঘোরা অনেকের জীবনেই স্বপ্ন থাকে।

লেহ-লাদাখ: ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত, এই অঞ্চলটি বাইক প্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এর সুন্দর দৃশ্যাবলি, চ্যালেঞ্জিং ভূখণ্ড এবং উচ্চ উচ্চতার পর্বতপথ আপনার বাইক যাত্রাকে দর্শনীয় করে তুলবে।

স্পিতি উপত্যকা: হিমাচল প্রদেশে অবস্থিত স্পিতি উপত্যকা তুষারাবৃত পর্বত, গভীর উপত্যকা এবং বৌদ্ধ মঠের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায়। আঁকাবাঁকা রাস্তা এবং দুঃসাহসিক অবস্থানগুলি এটিকে দুঃসাহসী বাইক রাইডারদের জন্য একটি দুর্দান্ত গন্তব্যস্থল।

মানালি থেকে রোহটাং পাস: হিমাচল প্রদেশের এই সুন্দর রুটটি হিমালয়ের অনন্য প্রাকৃতিক দৃশ্য দেখায়। এর মধ্যে রোহতাং পাস এই রুটের সর্বোচ্চ কেন্দ্র। এই রাস্তাটি বেশ চ্যালেঞ্জিং এবং একটি উত্তেজনাপূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা দেয়।

পশ্চিম ঘাট: দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালা বাইক চালকদের জন্য সুমিষ্ট বন, জলপ্রপাত এবং সুন্দর দৃশ্য অফার করে। এ ছাড়া অনেক ধরনের রাস্তাও আপনার জন্য অপেক্ষা করছে।

উপকূলীয় কর্ণাটক: কর্ণাটকের উপকূলীয় অঞ্চলটি আরব সাগর বরাবর সুন্দর সৈকত, মাছ ধরার গ্রাম এবং ঐতিহাসিক মন্দির রয়েছে। এই রুটটি অ্যাডভেঞ্চার ট্যুরের জন্যও দারুণ।

কচ্ছের রণ: গুজরাটের এই মরুভূমি অঞ্চলটি লবণের ফ্ল্যাট, মরুভূমির দৃশ্য এবং ঐতিহ্যবাহী গ্রাম সহ বাইকারদের জন্য একটি অনন্য এবং উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার অফার করে। এই জায়গাটি বাইক চালকদের সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা দেবে।

উত্তর-পূর্ব ভারত: সিকিম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের মনোরম অঞ্চল, শ্বাসরুদ্ধকর পর্বত দৃশ্য, ঘোরা রাস্তা এবং বিভিন্ন সংস্কৃতি দেশের বৈচিত্র্যের অনুভূতি দেয়। বাইক চালানোর সময় আপনিও দেশ বোঝার সুযোগ পাবেন।

Next Article