Petrol-Diesel Price Cut: বড় খবর, লোকসভা নির্বাচনের আগেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 17, 2024 | 9:42 AM

Lok Sabha Election 2024: ২০২২ সালের এপ্রিল মাস থেকেই পেট্রোল-ডিজেলের দামে খুব একটা পরিবর্তন আসেনি। ১০০ টাকার উপরে রয়েছে পেট্রোলের দাম। অয়েল মার্কেটি সংস্থাগুলি পরিকল্পনা, গ্রাহকদের কথা মাথায় রেখে লিটার প্রতি ৫ থেকে ১০ টাকা দাম কমানো হতে পারে।

Petrol-Diesel Price Cut: বড় খবর, লোকসভা নির্বাচনের আগেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: নতুন বছরে সুখবর। আগামী মাসেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। এমনটাই চিন্তাভাবনা করছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসেই পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) কমতে পারে। লিটার প্রতি ৫ থেকে ১০ টাকা কমতে পারে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারে ক্রুড তেলের (Crude Oil) দাম কমার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে অয়েল মার্কেটিং সংস্থাগুলি।

প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বিচার করে পেট্রোল-ডিজেল ও রান্নার এলপিজি গ্যাসের দাম কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াকিবহাল মহল সূত্রে খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে লাভের অঙ্ক ৭৫ হাজার কোটি টাকা পার করতে পারে। তাই পেট্রোল-ডিজেলের দাম কমলেও বিশেষ প্রভাব পড়বে না।

২০২২ সালের এপ্রিল মাস থেকেই পেট্রোল-ডিজেলের দামে খুব একটা পরিবর্তন আসেনি। ১০০ টাকার উপরে রয়েছে পেট্রোলের দাম। অয়েল মার্কেটি সংস্থাগুলি পরিকল্পনা, গ্রাহকদের কথা মাথায় রেখে লিটার প্রতি ৫ থেকে ১০ টাকা দাম কমানো হতে পারে। মূল্যবৃদ্ধির সময়ে এই দাম কমানোর সিদ্ধান্ত মধ্যবিত্তকে বিশেষ স্বস্তি দিতে পারে। এছাড়া চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের আগেই পেট্রোল-ডিজেলের দাম কমানো হলে, তার প্রভাব ব্যালট বাক্সেও পড়বে।

Next Article