নয়া দিল্লি: বেশি বয়সে বা অবসরের পরই মূলত বীমার ক্ষেত্রে গুরুত্ব দেন সবাই। কিন্তু অনেকেই বোঝেন না, যত কম বয়স থেকে বীমার জন্য টাকা জমানো শুরু করা যায়, ততই লাভজনক হয়। ঠিক যেমন ‘বাল জীবন যোজনা’ (Bal Jeevan Yojana)। খুব কম টাকা জমিয়ে অনেক বেশি টাকা পাওয়া যেতে পারে এই যোজনার মাধ্যমে। প্রতিদিন ৬ টাকা করে জমালেই যথেষ্ট। শিশুদের জন্য পোস্ট অফিসে (Post Office) এই বীমা করা যায়।
এই বীমায় টাকা বিনিয়োগ করলে ১ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যায়। এর মাধ্যমে শিশুদের পড়াশোনা বা অন্যান্য খরচ জোগানো সহজ হয়। এছাড়া শিশুরাও ছোট থেকেই অর্থনৈতিক বিষয়ে সচেতন হতে পারে। খুব ছোট থেকেই তারা বুঝতে পারে, টাকা জমানো কতটা জরুরি।
বাল জীবন বীমায় আবেদন করতে হবে শিশুর অভিভাবককে। পোস্ট অফিসের কোনও শাখায় গিয়ে আবেদনের ফর্ম পূর্ণ করতে হবে। শিশুর নাম, বয়স, ঠিকানা সহ সব প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সেই সঙ্গে পরিচয়ের প্রমাণপত্র জমা দিতে হবে।
৮ থেকে ১২ বছরের শিশুদের জন্য এই বীমায় আবেদন করা যাবে। ১৮ বছর বয়সে রিটার্ন পাওয়া যাবে। দিনে মাত্র ৬ টাকা করে জমালে ১ লক্ষ টাকা ফেরত পাওয়া যাবে। ১৮ বছরের কম বয়সে শিশুর মৃত্যু হলে ১ লক্ষ টাকা পাবেন পরিবারের সদস্যরা।
শুধু ছোটদের জন্য নয়, এমন একাধিক স্কিম আছে পোস্ট অফিসে। অনেক ক্ষেত্রেই সেগুলো বেশ লাভজনক হয়।