নয়া দিল্লি: রাস্তায় নগদ টাকা নিয়ে বেরনোর অভ্যাস প্রায় চলেই গিয়েছে। জি পে (GPay) বা ফোন পে (PhonePe) ব্যবহার করেই কাজ চলে যাচ্ছে। সবজি বাজার থেকে শুরু করে শপিং মল, সর্বত্রই অনলাইনে লেনদেন সম্ভব হচ্ছে। নির্ভরশীলতাও বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু ভিনদেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে তো নগদ টাকা না রাখলে মুস্কিল। কিন্তু সেই সমস্যারও সমাধান হয়েছে সম্প্রতি। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে একাধিক দেশেই কাজ করবে ভারতের ইউপিআই। সম্প্রতি শ্রীলঙ্কা ও মরিশাসে ওই পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। শুধুমাত্র শ্রীলঙ্কা নয়, আরও কয়েকটি দেশও রয়েচে তালিকায়।
ভিনদেশে কীভাবে ব্যবহার করবেন ইউপিআই?
প্রথম ধাপ হল, আপনার ইউপিআই দ্বারা পেমেন্ট করা যায়, এমন মোবাইল অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রেজিস্টার করতে হবে। দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কত টাকা লেনদেন করতে চান সেই অঙ্ক ও কোন দেশের মুদ্রায় লেনদেন করতে চান, সেটাও উল্লেখ করতে হবে।
কোন কোন দেশে এই সুবিধা পাবেন?
ভুটান- ২০২১ সালের ১৩ জুলাই ভুটানে ইউপিআই ব্যবহারের সুবিধা চালু হয়েছে।
ওমান- ২০২২ সালের ৪ অক্টোবর সেন্ট্রাল ব্যাঙ্ক অব ওমানের সঙ্গে মউ চুক্তি সম্পন্ন হয়। এরপর থেকে ভারতের রুপে কার্ড ব্যবহার করা যায় ওই দেশের। ওমানের এটিএম, ই কমার্স সাইটে কাজ করে রুপে কার্ড।
মরিশাস- ভারতীয়রা এই দেশের গিয়ে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে পারে। আবার ওই দেশের নাগরিকেরা ভারতে এলে তাদের পদ্ধতিতেই পেমেন্ট করতে পারে।
শ্রীলঙ্কা- ঠিক যেভাবে ইউপিআই ব্যবহার করে ভারতে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, তেমনই শ্রীলঙ্কাতে গিয়েও একই ভাবে লেনদেন করা যাবে।
নেপাল- নেপালের নাগরিকেরা মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে ভারতের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে।
ফ্রান্স- সম্প্রতি ঘোষণা করা হয়েছে বিখ্যাত আইফেল টাওয়ারে এবার থেকে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ মোট ১০ টি দেশে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।