Patanjali: প্রথম ত্রৈমাসিকের ফল ঘোষণা ১৪ অগস্ট, জানাল পতঞ্জলি
Patanjali: পতঞ্জলি ফুডস তার বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দিতে চলেছে। সংস্থাটি গত ১৭ জুলাই তারিখে ঘোষণা করে যে তাদের বোর্ড ২:১ বোনাস শেয়ার ইস্যু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। অর্থাৎ, যদি আপনার কোম্পানির ১টি শেয়ার থাকে, তাহলে আপনি বিনামূল্যে ২টি অতিরিক্ত শেয়ার পাবেন।

নয়া দিল্লি: ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকের ফলাফল নিয়ে আপডেট দিল পতঞ্জলি ফুডস লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে যে তারা তাদের প্রথম ত্রৈমাসিকের (Q1) আর্থিক ফলাফল আগামী ১৪ অগস্ট, ২০২৫ তারিখে প্রকাশ করবে। কোম্পানি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে ১৪ অগস্ট পরিচালনা পর্ষদের বৈঠক হবে, যেখানে প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল নিয়ে আলোচনা হবে এবং অনুমোদন করা হবে।
১৪ অগস্ট যখন আর্থিক ফলাফল ঘোষণা করা হবে, তারপর ৪৮ ঘন্টা ট্রেডিং উইন্ডো বন্ধ থাকবে, অর্থাৎ ওই সময়ের মধ্যে কোম্পানির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না। এই নিয়মটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (SEBI) ইনসাইডার ট্রেডিং প্রোহিবিশন রেগুলেশনস, ২০১৫ এবং কোম্পানির আচরণবিধি অনুসারে কার্যকর করা হয়েছে।
এদিকে, পতঞ্জলি ফুডস তার বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দিতে চলেছে। সংস্থাটি গত ১৭ জুলাই তারিখে ঘোষণা করে যে তাদের বোর্ড ২:১ বোনাস শেয়ার ইস্যু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। অর্থাৎ, যদি আপনার কোম্পানির ১টি শেয়ার থাকে, তাহলে আপনি বিনামূল্যে ২টি অতিরিক্ত শেয়ার পাবেন। তবে, বোনাস শেয়ারের রেকর্ড তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
পতঞ্জলি ফুডস মার্চ শেষ কোয়ার্টারে ভাল ফল করেছে। কোম্পানির নিট মুনাফা বার্ষিক ৭৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫৮.৫ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের ২০৬.৩ কোটি টাকা ছিল। কোম্পানির রাজস্ব ১৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯,৬৯২.২ কোটি টাকায় দাঁড়িয়েছে। কোম্পানির EBITDAও ভাল ছিল, যা ৩৭.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১৬.২ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক বছর আগে এটা ছিল ৩৭৬.৫ কোটি টাকা। সংস্থার অপারেটিং মার্জিনও ৪.৬ শতাংশ থেকে বেড়ে ৫.৩ শতাংশ হয়েছে।
