AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali Foods: দন্ত কান্তি থেকে অ্যালোভেরা জেল, পতঞ্জলির ব্যবসা কত বড় জানেন?

Patanjali Foods: পতঞ্জলি আসলে এফএমসিজি সেক্টরের বিখ্যাত সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। গত ৫ বছরে এইর বৃদ্ধি দারুণ। বর্তমানে এই সংস্থার বাজারি মূলধন ৬৪ হাজার ৭৫৮ কোটি টাকা।

Patanjali Foods: দন্ত কান্তি থেকে অ্যালোভেরা জেল, পতঞ্জলির ব্যবসা কত বড় জানেন?
বড় গবেষণা করে ফেলল পতঞ্জলি
| Updated on: Sep 05, 2025 | 7:40 PM
Share

বিখ্যাত দেশীয় এফএমসিজি সংস্থা পতঞ্জলির ব্যবসা ক্রমেই বেড়ে চলেছে। বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি এই সেক্টরে নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করেছে। এই সংস্থা গত ৫ বছরে বিনিয়োগকারীদের ৭২ শতাংশের কাছাকাছি রিটার্ন দিয়েছে। এই সংস্থা বর্তমানে দন্ত কান্তি, অ্যালোভেরা, কৃষিজ পণ্য ও ভোজ্য তেলের ব্যবসা করে।

শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থার তালিকারয় রয়েছে পতঞ্জলি। আর শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার পর থেকে এই সংস্থা বেশ ভালই ব্যবসা করেছে। ৫ বছর আগে এই সংস্থার শেয়ারের দাম ছিল ১ হাজার ৪০ টাকা। আজ তা প্রায় ৭৪৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৪ টাকায়।

পতঞ্জলি আসলে এফএমসিজি সেক্টরের বিখ্যাত সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। গত ৫ বছরে এইর বৃদ্ধি দারুণ। বর্তমানে এই সংস্থার বাজারি মূলধন ৬৪ হাজার ৭৫৮ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষে এই সংস্থার সর্বোচ্চ রাজস্ব, প্রায় ৭০ শতাংশই এসেছে ভোজ্য তেল বিভাগ থেকে। আসল ব্যাপার হল, সময়ের সঙ্গে ক্রমশই বাড়ছে এই সংস্থার পণ্যের চাহিদা।

এ ছাড়াও প্রসাধনী সামগ্রী ও অয়ুর্বেদিক পণ্যও বিক্রি করে পতঞ্জলি। খাদ্যপণ্যের মধ্যে রয়েছে ময়দা, ডাল, নুডলস, বিস্কুটের মতো খাবার। এ ছাড়াও পাওয়া যায় মিষ্টি। এ ছাড়াও শ্যম্পু, সাবানের মতো জিনিসও তৈরি করে সংস্থাটি। সারা দেশে এই সংস্থার ৪৭ হাজারের বেশি দোকান ও ৩ হাজার ৫০০ পরিবেশক রয়েছে।