RBI-র নিষেধাজ্ঞার পরই ধস, ২ দিনেই ৪০ শতাংশ পতন হল Paytm-র শেয়ারে

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 02, 2024 | 11:45 AM

Paytm Share: রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করতেই হু হু করে পেটিএমের শেয়ার পড়তে শুরু করে। আজ, পেটিএমের শেয়ারের দাম কমে ৪৮৭ টাকায় কমে দাঁড়ায়। এই নিয়ে পরপর দুই দিন শেয়ারের দামে পতন হল। এই সপ্তাহে এখনও অবধি ৪০ শতাংশ পতন হল পেটিএমের শেয়ারে।    

RBI-র নিষেধাজ্ঞার পরই ধস, ২ দিনেই ৪০ শতাংশ পতন হল Paytm-র শেয়ারে
পেটিএমের শেয়ারে ব্যাপক পতন।
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: পেটিএম (Paytm) ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। আগামী ২৯ ফেব্রুয়ারির পর আর্থিক লেনদেন বা টাকা জমার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরবিআইয়ের (RBI) এই ঘোষণার পরই মাথায় হাত পেটিএমের লক্ষ লক্ষ গ্রাহকের। আর্থিক লেনদেন হবে কি না, জমা রাখা টাকারই বা কী হবে, এই নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছে গ্রাহকদের। এবার মাথায় হাত বিনিয়োগকারীদেরও। রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা ঘোষণার পরই হু হু করে পড়তে শুরু করল পেটিএমের শেয়ার। শুক্রবার একধাক্কায় ২০ শতাংশ পতন হল পেটিএমের শেয়ারে। এই দিনে পরপর দুইদিনে ৪০ শতাংশ পতন হল পেটিএমের শেয়ারে।

চলতি সপ্তাহের গোড়াতেই পেটিএমের শেয়ার দর ছিল ৬০৮ টাকা। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করতেই হু হু করে পেটিএমের শেয়ার পড়তে শুরু করে। আজ, পেটিএমের শেয়ারের দাম কমে ৪৮৭ টাকায় কমে দাঁড়ায়। এই নিয়ে পরপর দুই দিন শেয়ারের দামে পতন হল। এই সপ্তাহে এখনও অবধি ৪০ শতাংশ পতন হল পেটিএমের শেয়ারে।

চলতি সপ্তাহেই বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক-কে আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে ডিপোজিট গ্রহণ করতে নিষেধ করে। রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড সুবিধা, ওয়ালেট, ফাস্টট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইত্যাদির মতো পরিষেবা ব্যবহার করতে পারবেন না।

এ দিন সকালেই পেটিএমের সিইও বিজয় শঙ্কর শর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “আপনাদের প্রিয় অ্যাপ কাজ করছে। ২৯ ফেব্রুয়ারির পরও পেটিএম অ্যাপ সচল থাকবে। প্রত্যেকটি চ্যালেঞ্জেরই কোনও না কোনও সমাধান থাকে। আমরা সর্বসম্মতভাবে দেশের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Next Article