সন্তানদের নামে বিনিয়োগ করুন এই পাঁচটি সরকারি প্রকল্পে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 02, 2023 | 7:05 AM

Investment schemes for children: সন্তানদের জন্য বিনিয়োগ করতে চান? আজ আমরা আপনাকে শিশুদের জন্য এমন কিছু ইনভেস্টমেন্ট স্কিমের কথা বলছি, যেখানে আপনার টাকা একেবারে নিরাপদ থাকবে এবং আপনি সময়মতো আপনার টাকার সঠিক মূল্যও পাবেন।

সন্তানদের নামে বিনিয়োগ করুন এই পাঁচটি সরকারি প্রকল্পে
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: ভবিষ্যতের চাহিদা মেটাতে চাকরির পাশাপাশি বিনিয়োগ শুরু করা উচিত। নাহলে আজকের মূল্যবৃদ্ধির যুগে পরিবারের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আপনার বুদ্ধি করে বিনিয়োগ করা উচিত। তাড়াহুড়ো করে কখনোই শিশুদের জন্য বিনিয়োগ করা উচিত নয়। সন্তানের জন্য বিনিয়োগের ক্ষেত্রে আপনার আগে ভাবা উচিত, যে কোন বয়সে এবং কখন তাদের কী প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে, আপনিও যদি শিশুদের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে আজ আমরা আপনাকে তাদের জন্য কয়েকটি বিনিয়োগ স্কিমের কথা জানাব, যেখানে আপনার অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং আপনি সময়মতো আপনার অর্থের সঠিক মূল্যও পাবেন।

বিনিয়োগ করতে পারেন এই স্কিমগুলিতে –

PPF – আপনি যদি সন্তানের শিক্ষা বা বিয়ের জন্য অর্থ জমা করতে চান, তাহলে আপনি আপনার সন্তানের নামে একটি PPF অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে আপনি বার্ষিক ৭.১ % সুদ পাবেন। আপনার টাকা ১৫ বছরের জন্য এতে জমা রাখতে হবে। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পে অর্থ বিনিয়োগ করে, আপনি আপনার সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে পারেন।

ইক্যুইটি মিউচুয়াল ফান্ড – আপনি যদি অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে আপনি চিলড্রেন ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এতে আপনি অনেক ডিপোজিট স্কিমের চেয়ে বেশি রিটার্ন পাবেন। এই স্কিমে ১২ থেকে ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যায়।

ELSS – ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম বা ELSS-এ ৩ বছরের লক-ইন পিরিয়ডে আপনার টাকা থাকে। এতে আপনি অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি রিটার্ন পাবেন। একই সময়ে, আপনি এই বিনিয়োগ থেকে কর ছাড়ও পেতে পারেন।

NSC – ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC-তে আপনাকে ৫ বছরের লক-ইন পিরিয়ডে টাকা রাখতে হবে। এতে আপনি নিশ্চিত রিটার্ন পাবেন। একই সময়ে, আপনি এই স্কিমে কর ছাড়ও দাবি করতে পারেন।

SSY – আপনি আপনার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY-এ বিনিয়োগ করতে পারেন। আপনি এতে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। ম্যাচিউরিটির পর আপনি যা টাকা পাবেন তা দিয়ে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন।

Next Article