AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিনা পয়সায় পাঁচ তারা হোটেলে থাকার দারুণ সুযোগ, ছুটির দিনগুলো কাটান চরম বিলাসিতায়

Stay in five star hotels for free: বিলাসিতার অনুভূতি কে না চায়। আর তা বিনা পয়সায় পেলে তার থেকে ভাল কী বা হতে পারে। আপনি যদি বেড়াতে ভালবাসেন, তবে আপনি এই বিনামূল্যের হোটেল পরিষেবাটির সুবিধা নিতে পারেন। জেনে নিন কীভাবে।

বিনা পয়সায় পাঁচ তারা হোটেলে থাকার দারুণ সুযোগ, ছুটির দিনগুলো কাটান চরম বিলাসিতায়
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 14, 2023 | 7:26 AM
Share

নয়া দিল্লি: বেড়াতে গিয়ে পাঁচ তারা হোটেলে থাকা আপনার স্বপ্ন? তাহলে তো আপনাকে পড়তেই হবে এই খবরটি। মনে করুন আপনি একটি পাঁচ তারা হোটেলে আপনার ছুটি উপভোগ করছেন। আর তার জন্য আপনাকে কোনও টাকাও দিতে হচ্ছে না। এই পর্যন্ত পড়ে আপনার মনে হতেই পারে গাঁজাখুড়ি। বিনামূল্যে আবার পাঁচ তারা হোটেলে থাকা যায় নাকি? আজ্ঞে হ্যাঁ, আপনি চাইলে বিনামূল্যে পাঁচ তারা হোটেলে বা যে কোনও বিলাসবহুল হোটেলে থেকে ছুটি উপভোগ করতে পারেন।

বিলাসিতার অনুভূতি কে না চায়। আর, তা যদি বিনা পয়সায় উপভোগ করা যায়, তার থেকে ভালো আর কি বা হতে পারে? আপনি যদি বেড়াতে ভালবাসেন, প্রায়শই এদিকে-সেদিকে বেড়াতে যান, তাহলে আপনি এই বিনামূল্যের হোটেল পরিষেবাটির সুবিধা নিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে…

আপনি যদি প্রায়ই ঘোরাঘুরি করেন, তাহলে আপনার ক্রেডিট কার্ডের সাহায্যে আপনি বিনামূল্যে পাঁচ তারা হোটেলে থাকতে পারবেন। এর জন্য, আপনি আপনার কার্ডে পাওয়া লয়ালটি পয়েন্টগুলি ব্যবহার করতে পারেন। প্রায়শই দেখা যায় উড়ানের টিকিট বুক করতে মানুষ তাঁদের কার্ডে পাওয়া লয়ালটি পয়েন্টগুলি ব্যবহার করেন। কিন্তু কখনও কখনও হোটেলগুলি আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে লয়ালটি প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ দেয়। আপনি যদি এতে জয়ী হন তাহলে আপনি এখানে বিনামূল্যে থাকতে পারবেন এবং ছুটি কাটাতে পারবেন। তাও কোনও টেনশন ছাড়াই।

কোন কোন হোটেলগুলি আপনাকে বিনামূল্যে থাকার সুযোগ দেয়? আইটিসি, নভোটেল, মেট্রট এবং তাজ-এর মতো হোটেলগুলি তাদের লয়ালটি প্রোগ্রাম বিজয়ীদের বিনামূল্যে হোটেলে থাকার সুযোগ দেয়।