Petrol-Diesel price: ২০২৪ ভোটের আগেই সস্তা হতে পারে পেট্রোল-ডিজেল? ভারত নিচ্ছে বড় পদক্ষেপ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 03, 2023 | 1:05 AM

Petrol-Disel price: ভারতের পেট্রোলিয়াম শোধনাগারগুলি আবার ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। এর সুফল পেতে চলেছে চিনও। সেখানকার বেশিরভাগ কোম্পানিই মধ্যস্বত্বভোগীদের সহায়তায় অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। ভেনেজুয়েলার উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার ফলেই এটি সম্ভব হয়েছে।

Petrol-Diesel price: ২০২৪ ভোটের আগেই সস্তা হতে পারে পেট্রোল-ডিজেল? ভারত নিচ্ছে বড় পদক্ষেপ
পেট্রোল পাম্প। প্রতীকী ছবি।
Image Credit source: pixabay

Follow Us

নয়া দিল্লি: দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ। এখন সবার চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে। এর মধ্যেই বড় খবর এল। দেশে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel price)। কারণ জ্বালানি তেল নিয়ে প্রায় ৩ বছর পর ভারত একটি বড় পদক্ষেপ নিচ্ছে। যার ফলে এদেশ সস্তায় অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এই বিষয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সরাসরি অপরিশোধিত তেল রফতানি দেশের সঙ্গে চুক্তি করতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারতের পেট্রোলিয়াম শোধনাগারগুলি আবার ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। এর সুফল পেতে চলেছে চিনও। সেখানকার বেশিরভাগ কোম্পানিই মধ্যস্বত্বভোগীদের সহায়তায় অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। ভেনেজুয়েলার উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার ফলেই এটি সম্ভব হয়েছে। এবার এই বিষয়ে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সরাসরি চুক্তির আশা করছে

রয়টার্সের খবর অনুযায়ী, বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাগারের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অপরিশোধিত তেল আমদানির বিষয়ে ভেনেজুয়েলার সঙ্গে সরাসরি চুক্তি করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে রিলায়েন্স কর্মকর্তারা আগামী সপ্তাহে ভেনেজুয়েলার সরকারি কোম্পানির অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেই বৈঠক ফলপ্রসূ হলে ভেনেজুয়েলা থেকে ভারতে তেল আমদানি আরও সহজ হতে চলেছে। ইতিমধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলা থেকে ৩টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার আমদানির বিষয়টি নিশ্চিত করেছে। চলতি মাসে এবং নতুন বছরের গোড়ায় অর্থাৎ জানুয়ারিতেই ভেনেজুয়েলা থেকে তেলের ট্যাঙ্ক ভারতের উদ্দেশ্যে রওনা দেবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করার আগেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি লিমিটেড নিয়মিত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করত।

আগামী ৬ মাস তেল আসবে সস্তায়

ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল মজুত রয়েছে। তাই সেখান থেকে তেল আমদানি করা ভারতের জন্য সস্তা। আগামী ৬ মাস অবাধে এবং নির্দিষ্ট সীমা ছাড়াই ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল রফতানি করতে সক্ষম হবে।

অপরিশোধিত তেল রফতানিকারক দেশগুলির সংগঠন, OPEC-এর সদস্য ভেনেজুয়েলা। এখন ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে তেলের সরবরাহ বাড়বে। যার ফলে তেলের দাম কমবে। এর ফলে ভারতের অন্যান্য শোধনাগার সংস্থাগুলিও সস্তায় তেল পাবে এবং তার প্রভাব দেশের অভ্যন্তরীণ বাজারেও পড়বে। পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে।

Next Article