Petrol Price Today: ফের বাড়ল দাম! কলকাতায় ১০৬ টাকা ছাড়াল পেট্রোল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 16, 2021 | 1:51 PM

Petrol Price Today: শনিবার আরও একবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এদিন দুই জ্বালানি তেলের দাম বেড়েছে প্রতি লিটার ৩৫ পয়সা করে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল প্রতি লিটার ১০৬.১০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭ টাকা ৩৩ পয়সা।

Petrol Price Today: ফের বাড়ল দাম! কলকাতায় ১০৬ টাকা ছাড়াল পেট্রোল

Follow Us

নয়া দিল্লি: প্রত্যেকদিনই রেকর্ড ভেঙে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। আজ শনিবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এই নিয়ে একটানা পরপর তিন দিন তেলের দাম বাড়ল দেশে। উৎসবের মরশুমে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে কার্যত ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। রাজধানী দিল্লিতে (Delhi) লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩৫ পয়সা, ডিজেলের দামও বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। কলকাতায় (Kolkata) দাম বেড়ে পেট্রোল হল ১০৬ টাকা ১০ পয়সা ও ডিজেলের দাম হল ৯৭ টাকা ৩৩ পয়সা।

কোথায় কত দাম, একনজরে

দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা ৪৯ পয়সা, ডিজেলের দাম ৯৪ টাকা ২২ পয়সা। মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১১১ টাকা ৪৩ পয়সা, ডিজেলের দাম ১০২ টাকা ১৫ পয়সা। চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০২ টাকা ৭০ পয়সা, ডিজেলের দাম ৯৮ টাকা ৫৯ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল ১০৬ টাকা ১০ পয়সা, ডিজেলের দাম ৯৭ টাকা ৩৩ পয়সা।

বর্তমানে দেশের ২৮টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে। মধ্য প্রদেশ, ছত্তিশগঢ়, দিল্লি, জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, মণিপুর, নাগাল্যান্ড, পন্ডিচেরি, তেলেঙ্গানা, পাঞ্জাব, সিকিম, ওড়িশা, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর রাজস্থানের সমস্ত জেলাতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে আগেই। এ বার গোয়া ও বেঙ্গালুরুতেও সেই দাম ১০০ ছাড়াল।

কীভাবে জানবেন আপনার শহরের জ্বালানি তেলের দাম

প্রত্যেক রাজ্যে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাটের মূল্য আলাদা। এই অবস্থায় জ্বালানি তেলের দাম আলাদা আলাদা হতে পারে। একই রাজ্যের মধ্যেও শহরগুলিতে পরিবহন শুল্কের হিসাবে দামে সামান্য পার্থক্য থাকে। আপনি মাত্র একটি এসএমএসের মাধ্যমেই প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম জানতে পারেন। আপনি ইন্ডিয়ান অয়েল SMS সার্ভিসের মাধ্যমে ৯২২৪৯৯২২৪৯ নাম্বারে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের ম্যাসেজ সার্ভিসে গিয়ে RSP<Space> পেট্রোল পাম্প ডিলার কোড টাইপ করে এই নাম্বারে পাঠিয়ে দিলেই আপনার এলাকার আজকের পেট্রোলের দাম জানতে পারবেন। আপনি আপনার এলাকার RSP কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকেই জানতে পেরে যাবেন।

আরও পড়ুন: Bike Accident: ডিভাইডারে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়লেন দুই যুবক, একাদশীর সকালে বাইপাসে মর্মান্তিক ঘটনা

Next Article