দেহরাদুন : কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকারের আট বছর পূরণ হয়েছে গতকাল। এই উপলক্ষে ৩০ মে থেকে ১৪ জুন অবধি বিজেপির তরফে সমগ্র দেশজুড়ে একাধিক অনুষ্ঠান কর্মসূচিও করার কথা। মঙ্গলবার সেই উদ্দেশেই হিমাচল প্রদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিমলার একটি অনুষ্ঠান থেকে তিনি প্রধানমন্ত্রী ‘কিষাণ সম্মান নিধির’ ১১ তম কিস্তির টাকা দিয়েছেন। পিএম কিষাণ প্রকল্পের অধীনে মোদী ২০০০ টাকা করে প্রায় ২১,০০০ কোটি টাকা পাঠিয়েছেন। এই টাকা পাবেন এই প্রকল্পের প্রায় ১০ কোটি সুবিধাভোগী কৃষক। এই প্রকল্পে এখনও পর্যন্ত সরকারের খরচ হয়েছে ২ কোটি টাকারও বেশি।
‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির’ প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকরা বছরে ৬ হাজার টাকা করে পান। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। সরাসরি নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে থাকেন কৃষকরা। এবার প্রশ্ন হল কী করে বুঝবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। সেক্ষেত্রে প্রতিবারই সরকারের তরফে একটি সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করে। সেখানে গিয়ে নিজের নাম মিলিয়ে নিলেই বোঝা যাবে টাকা পেয়েছেন কিনা।
অনলাইনে পিএম কিষাণের সুবিধাভোগীদের তালিকা দেখার পদ্ধতি :