নয়া দিল্লি: টেক্সটাইল বা বস্ত্রশিল্প সংক্রান্ত বিষয়ে ১০ লক্ষ ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পে। সংগঠিত সেক্টরের আওতায় ৯ লক্ষ ব্যক্তিকে ও বাকিদের অন্যান্য ক্ষেত্রে প্রশিক্ষিত করা হয়। বস্ত্র মন্ত্রক দ্বারাই এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর থেকে বহু মানুষের কর্মসংস্থানে সুবিধা হয়। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি চালু করতে ১৩০০ কোটি টাকা খরচ করেছিল। ২০১৭ সালে প্রথম প্রকল্পটি চালু করা হয়।
দেশে দক্ষ কর্মী ও কারিগর বাড়াতেই এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে প্রশিক্ষণ নিতে গেলে সংশ্লিষ্ট জায়গায় আধার কার্ড জমা দিয়ে আবেদন করতে হবে। পুরো প্রশিক্ষণ কর্মসূচি সিসিটিভিতে রেকর্ড করা হয়।
হেল্পলাইন নম্বর দেওয়া থাকে, যাতে প্রশিক্ষণরত প্রত্যেকেই প্রয়োজনে সব প্রশ্নের উত্তর পায়।
এই প্রকল্পের লক্ষ্য হল ২০২৫ সালের মধ্যে কয়েক কোটি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া। কার্পেট তৈরি করা, রেশম উৎপাদন সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এখনও পর্যন্ত ১৮টি রাজ্য এই সমর্থ প্রকল্পের অধীনে চুক্তি স্বাক্ষর করেছে, প্রায় ৩.৬ লক্ষ নাগরিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পুরুষ এবং মহিলা উভয়েই এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারে।
প্রশিক্ষণ নিতে গেলে প্রথমে সমর্থ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজ খুলতে হবে। ফর্মটি খুলে সব তথ্য লিখতে হবে। ইমেইল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করতে হবে।