নয়া দিল্লি: আয়কর রিটার্ন দাখিলের সময় চলে এসেছেন। স্বাভাবিকভাবেই, করদাতারা কর বাঁচানোর জন্য বিভিন্ন স্কিমে বিনিয়োগের পথগুলি খুঁজতে শুরু করেছেন। প্রবীণ নাগরিকরা সবচেয়ে বেশি চিন্তিত যে, কোথায় বিনিয়োগ করবেন, যেখানে কর সাশ্রয়ের পাশাপাশি তাঁদের অর্থও নিরাপদ থাকবে। প্রবীণ নাগরিকদের এই বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) স্কিম সম্পর্কে জানা উচিত, যাতে আপনার বিনিয়োগ নিরাপদ থাকে এবং অতিরিক্ত কর দেওয়ার থেকেও বাঁচতে পারেন।
যে কোনও ব্যাঙ্কের এফডি-তে বিনিয়োগ অন্য সব জায়গায় বিনিয়োগের চেয়ে নিরাপদ বলে মনে করা হয়। এটি প্রবীণ নাগরিকদের জন্যও সবচেয়ে উপকারী, যাতে তাঁরা সাধারণ নাগরিকদের তুলনায় এফডি-তে ০.৫০ শতাংশ বেশি সুদ পান। এতে ট্যাক্স-সেভিং এফডি-র সুবিধাও রয়েছে।
ট্যাক্স-সেভিং এফডি কি?
ট্যাক্স সেভিং এফডি সাধারণ এফডি-র মতোই। তবে এগুলির মেয়াদ ৫ বছর। এটি হল এক ধরনের ক্রমবর্ধমান এফডি, যাতে ৫ বছর পর মেয়াদ পূর্তিতে সুদ দেওয়া হয়। এই ধরনের FD-তে আপনি প্রতি বছর যে সুদ পান, তা আপনার FD-র আসল পরিমাণে যোগ হয়ে যায়।
FD -এর উপর কর ছাড় পাওয়া যায়
ট্যাক্স সেভিং এফডি-তে বিনিয়োগ করলে আপনি আয়করের ধারা ৮০সি-এর অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন। ধারা ৮০সি-এর অধীনে এক বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকার কর ছাড় পেতে পারেন। এতে আপনার বিমা থেকে পোস্ট অফিসে করা বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।