Banking Service: অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারেন ১০,০০০, কীভাবে সম্ভব?

Feb 19, 2024 | 5:45 AM

Banking service: প্রতিটি ব্যাঙ্কে OD-এর পরিমাণ আলাদা। যদি কারও জন ধন অ্যাকাউন্ট থাকে তবে তিনি ১০ হাজার টাকা পেতে পারেন ওডি থেকে। ওভারড্রাফ্টের আওতায় টাকা তুলতে অ্যাকাউন্টে টাকা রাখার দরকার নেই। এমনকী শূন্য ব্যালান্স থাকলেও ১০ হাজার টাকা তুলতে পারবেন।

Banking Service: অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারেন ১০,০০০, কীভাবে সম্ভব?
প্রতীকী ছবি
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: আপনি যদি কোনও একটি নতুন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান। তাহলে অবশ্যই জেনে নিন আপনি তাতে ওভারড্রাফ্টের সুবিধা পাচ্ছেন কি না। যদি আপনার ইতিমধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তবেও আপনার ব্যাঙ্কের কাছ থেকে এটি সম্পর্কে জেনে নিন। যাদের মূলত জন ধন অ্যাকাউন্ট আছে তারা এই সুবিধা পেতে পারেন।

ওভারড্রাফ্ট হল এক রকমের ঋণ, যা ব্যাঙ্ক থেকে অফার করা হয় গ্রাহককে। এর জন্য ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল আপও করতে হবে না, কোনও অপেক্ষাও করতে হবে না। যে কোনও এটিএম থেকে সেই টাকা তুল নিতে পারবেন।

প্রতিটি ব্যাঙ্কে OD-এর পরিমাণ আলাদা। যদি কারও জন ধন অ্যাকাউন্ট থাকে তবে তিনি ১০ হাজার টাকা পেতে পারেন ওডি থেকে। ওভারড্রাফ্টের আওতায় টাকা তুলতে অ্যাকাউন্টে টাকা রাখার দরকার নেই। এমনকী শূন্য ব্যালান্স থাকলেও ১০ হাজার টাকা তুলতে পারবেন। এরপর সুদসহ ফেরত দিতে হবে তাকে। অনেক সময় ১০ হাজারের বেশি টাকাও দেওয়া হয় ব্যাঙ্কের তরফে।

ওডি-থেকে নেওয়া টাকা ২ থেকে ১২ শতাংশ সুদে ফেরত দিতে হয়। যদি একটি ব্যাঙ্কে ৫০,০০০ টাকা হয় ওভারড্রাফ্টের সুবিধা এবং গ্রাহক এটি থেকে ১০ হাজার টাকা তোলে তবে ১০ হাজার টাকার ওপরেই৷

Next Article