AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Office MIS: পোস্ট অফিসের কোন স্কিম আপনার ১৫ লক্ষের ক্যাপিটাল নিরাপদ রাখবে?

Post Office Scheme: এই অবস্থায় ভরসা জোগাচ্ছে পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম। সেই স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা POMIS। সরকারি গ্যারান্টির সঙ্গে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আয় নিশ্চিত করে এই প্ল্যান।

Post Office MIS: পোস্ট অফিসের কোন স্কিম আপনার ১৫ লক্ষের ক্যাপিটাল নিরাপদ রাখবে?
এই স্কিমে টাকা রাখলে ‘ডাবল লাভ’!Image Credit: Getty Images
| Updated on: Nov 17, 2025 | 12:59 PM
Share

আপনার কষ্টার্জিত পুঁজি, তা অবসরকালীন ফান্ড হোক বা কোনও সেভিংস; তার নিরাপত্তা নিশ্চিত করাই আপনার প্রথম কাজ। কিন্তু আপনি সেই পুঁজি কীভাবে নিরাপদে রাখবেন? শেয়ার বাজারের সূচক সর্বদা ওঠানামা করছে। অর্থাৎ, এখানে টাকা রাখা বেশ ঝুঁকির বিষয়। এ ছাড়াও ফিক্সড ডিপোজিটের সুদের হারও এখন বেশ কম। আর ঠিক সেই অবস্থায় ভরসা জোগাচ্ছে পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম। সেই স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা POMIS। সরকারি গ্যারান্টির সঙ্গে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আয় নিশ্চিত করে এই প্ল্যান।

কারা পাবেন এই সুবিধা?

মূলত প্রবীণ নাগরিক ও যাঁরা চাকরি থেকে অবসর নিয়ে ফেলেছেন, তাঁদের জন্যই আসলে এটি একটি আদর্শ পরিকল্পনা। তবে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনও ভারতীয় নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হল—এখানে আপনার মূল বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ থাকে।

কত টাকা রাখলে মাসে কত আয়?

এই স্কিমের বার্ষিক সুদের হার বদলাতে থাকে। যদিও চলতি অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকের হিসাব দেখলে এই স্কিমের সুদের হার ৭.৪ শতাংশ।

  • জয়েন্ট অ্যাকাউন্ট: সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। এই অঙ্কের ওপর আপনি প্রতি মাসে নিশ্চিত ৯ হাজার ২৫০ টাকা সুদ পাবেন। পাঁচ বছরে আপনার মোট সুদের পরিমাণ হবে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা।
  • একক অ্যাকাউন্ট: এখানে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা রাখা যায়। এর থেকে মাসিক সুদ আসে ৫ হাজার ৫৫০ টাকা।

কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনি?

এই অ্যাকাউন্ট খোলার পদ্ধতি অত্যন্ত সরল। আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। সঙ্গে করে অবশ্যই আপনার আধার কার্ড ও প্যান কার্ড নিয়ে যাবেন। এ ছাড়াও আপনার পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক।

এরপর আপনাকে একটি POMIS ফর্ম পূরণ করুন এবং ন্যূনতম ১ হাজার বা তার গুণিতকে অর্থ জমা দিন। আপনার মাসিক সুদ সরাসরি সেই সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। পাঁচ বছর পর আপনি যে তাকা জমা করেছিলেন, তা ফেরত পেয়ে যাবেন।

আগামী ত্রৈমাসিকেও এই স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও, নিশ্চিত মাসিক আয়ের জন্য এই সরকারি স্কিম মধ্যবিত্ত বাঙালির কাছে আগামীতেও অন্যতম সেরা বিকল্প হয়ে থাকবে—এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।