Fact Check: ‘বিনামূল্যে ২৩৯ টাকার রিচার্জ করিয়ে দিচ্ছে কেন্দ্র’, এই মেসেজ কি আপনিও পেয়েছেন? তবে এখনই সাবধান হন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 28, 2023 | 8:03 AM

Free Recharge Scam: সম্প্রতিই হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো মেসেজ ভাইরাল হয়েছে। ওই মেসেজে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনা ফ্রি মোবাইল রিচার্জ স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকার সমস্ত নাগরিকদের ২৮ দিনের জন্য ২৩৯ টাকার রিচার্জ করে দিচ্ছে। আমিও নিজের নম্বরে বিনামূল্যে ২৮ দিনের জন্য রিচার্জ করিয়ে নিয়েছি।"

Fact Check: বিনামূল্যে ২৩৯ টাকার রিচার্জ করিয়ে দিচ্ছে কেন্দ্র, এই মেসেজ কি আপনিও পেয়েছেন? তবে এখনই সাবধান হন...
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: মোবাইল রিচার্জের জন্য আর টাকা খরচ করতে হবে না। কেন্দ্রীয় সরকার নাকি দেশের সমস্ত নাগরিকদের বিনামূল্যে রিচার্জ করে দিচ্ছেন। হোয়াটঅ্যাপে এই মেসেজ এসেছে অনেকের কাছেই। তবে এই তথ্য সত্য়ি নাকি মিথ্য়া, তা নিয়ে সংশয় জাগে অনেকের মনেই। জনগণের যাবতীয় সংশয়-বিভ্রান্তি দূর করেই প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির সত্যতা যাচাই করার শাখা ( fact-checking wing) -র তরফে জানানো হল, কেন্দ্রীয় সরকার ২৮ দিনের জন্য সমস্ত নাগরিকদের ফোন বিনামূল্যে রিচার্জ করে দিচ্ছেন, এই তথ্য সম্পূর্ণ ভুল। হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া ওই মেসেজে যাতে কেউ বিশ্বাস না করেন, এই অনুরোধ করা হয়।

পিআইবির তরফে জানানো হয়েছে, সম্প্রতিই হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো মেসেজ ভাইরাল হয়েছে। ওই মেসেজে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনা ফ্রি মোবাইল রিচার্জ স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকার সমস্ত নাগরিকদের ২৮ দিনের জন্য ২৩৯ টাকার রিচার্জ করে দিচ্ছে। আমিও নিজের নম্বরে বিনামূল্যে ২৮ দিনের জন্য রিচার্জ করিয়ে নিয়েছি। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনিও বিনামূল্যে রিচার্জ করে নিন। বিনামূল্যে রিচার্জের সুবিধা পাওয়ার শেষ তারিখ হল ৩০ মার্চ, ২০২৩।”

বিনামূল্যে রিচার্জের জন্য ‘ব্লু লিঙ্কে’ ক্লিক করলেই রিচার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে ওই ভুয়ো মেসেজে। পিআইবির তরফে টুইট করে বলা হয়েছে, “এই দাবি সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি।”

এর আগে পিআইবি-র তরফে স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার একটি মেসেজ নিয়েও সতর্ক করা হয়েছিল। প্যান অ্যাকাউন্ট যাতে এক্সপায়ার না হয়ে যায়, তার জন্য স্টেট ব্য়াঙ্কের দেওয়া এই লিঙ্কে ক্লিক করে আপডেট করতে হবে- এমন একটি ভুয়ো বার্তাই ভাইরাল হয়েছিল। পিআইবির তরফে সেই মেসেজের স্ক্রিনশট তুলে সতর্ক করা হয় যে এই ধরনের ভুয়ো মেসেজ বা লিঙ্কে যেন কেউ ক্লিক না করেন।

Next Article