Price Hike: দাম বাড়ছে ছাতা, সিগারেট, চিমনির, কিসের দাম কমবে?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 30, 2023 | 7:44 AM

Price Hike: ইউপিআই-এর মাধ্যমে লেনদেনও মহার্ঘ হতে চলেছে এপ্রিল মাস থেকে। ২০০০ টাকার ওপর লেনদেনের ক্ষেত্রে দিতে হবে পিপিআই ফি।

Price Hike: দাম বাড়ছে ছাতা, সিগারেট, চিমনির, কিসের দাম কমবে?
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: প্রত্যেক মাসের শেষেই পকেট কার্যত খালি হয়ে যায় মধ্যবিত্তের পকেট। তবে এপ্রিল মাসের শুরুতেই ধাক্কা খেতে পারে আমজনতা। আসলে ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। আর সে দিন থেকেই বদলে যাচ্ছে অনেক নিয়ম। নতুন কর বসার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তন হবে। কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়বে, আবার কোনও কোনও ক্ষেত্রে কমবে দাম। কিসের দাম বাড়বে? কোনটা হবে সস্তা?

ছাতা-চিমনি-সিগারেট.. আর কিসের দাম বাড়বে?

চলতি বছরের সাধারণ বাজেটে একাধিক ক্ষেত্রে শুল্ক ও আমদানি কর বাড়ানো হয়েছে। তাই যে সব জিনিস বিদেশ থেকে আমদানি করা হয়, সে সবের দাম বেড়ে যাবে। তার মধ্যে অন্যতম সিগারেট ও অ্যালকোহল যুক্ত পানীয়। এছাড়া ছাতা, চিমনি, সোনা বা রুপোর গয়না, যা বিদেশ থেকে আনা হয়, তার দামও বেড়ে যাবে। বাড়বে প্ল্যাটিনাম, এক্স রে মেশিন ও হীরের দাম।

দাম কমবে মোবাইল, সাইকেল, খেলনার

দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে বেশ কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছে। বিশেষত যে সব জিনিস বিদেশ থেকে আনার প্রবণতা বেশি থাকে, সেগুলির ক্ষেত্রে কর কমানো হয়েছে। এর ফলে দেশের বাণিজ্য সহজ হবে বলে মনে করা হচ্ছে। আর এই কর কমানোর জেরে সস্তা হবে বেশ কিছু দ্রব্য। সেই তালিকায় রয়েছে, এলইডি টিভি, মোবাইল, ইলেকট্রিক গাড়ি, হীরের গয়না, লিথিয়াম আয়ন ব্যাটারির সেল, সাইকেল, ক্যামেরার লেন্স, খেলনা ইত্যাদি।

মহার্ঘ হবে ইউপিআই

এছাড়া ইউপিআই-এর মাধ্যমে লেনদেনও মহার্ঘ হতে চলেছে এপ্রিল মাস থেকে। ২০০০ টাকার ওপর লেনদেনের ক্ষেত্রে দিতে হবে পিপিআই ফি। তবে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে যে এতে সাধারণ মানুষ প্রভাবিত হবে না। বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে। বিভিন্ন ক্ষেত্রে থাকবে বিভিন্ন রকম সারচার্জ।

Next Article