কলকাতা : বৈশাখ মাসে সোনা কেনার হিড়িক বাড়ে। বিয়ের মাসে কনের জন্য় সোনার পুরো প্যাকেজ তো লাগেই। পাশাপাশি আত্মীয়দের উপহার দেওয়ার উপলক্ষে টুকিটাকি সোনা কিনতেই হয়। তাই রোজকার সোনার দামের তথ্য় রাখা বুদ্ধিমানের কাজ। কিন্তু এদিন ফের বাড়ল সোনার দাম। রুপোর দামও সোনার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে। এদিন ১০ গ্রাম সোনার দাম বাড়ল ৩০০ টাকা। আর এক কেজি রুপোর বাটের দাম বাড়ল ২০০ টাকা।
প্রতিবেদনটি লেখার সময় অনুযায়ী আজকের সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৪,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৯২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৭১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৭,১০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৩৬৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৭১ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬২,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার শেষ দাম ছিল ৪৭,১০০ টাকা। শনিবার তা ৩০০ টাকা বেড়ে হয়েছে ৪৭,৪০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১,৩৮০ টাকা। এদিন তা ৩৩০ টাকা বেড়ে হয়েছে ৫১,৭১০ টাকা। গতকাল ১ কেজি রুপোর শেষ দাম ছিল ৬২,৩০০। এদিন তা বেড়ে হয়েছে ৬২,৫০০। গত ছয়দিনে সর্বোচ্চ আছে সোনা-রুপোর দাম।
বিশ্ব বাজারেও সামান্য ঊর্ধ্বমুখী সোনার দাম। এদিন ১ ট্রয় আউন্স সোনার দাম ১,৮৮৩.০৯ ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
এদিন শেয়ার বাজারে টাইটান কোম্পানির শেয়ারের শেষ দাম আছে ২,২১৬,১০ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম ৬০.১০ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম ২১.৬০ টাকা।