HDFC Bank Q3 Results: অ্যাসেট বেড়েছে ৬০ শতাংশ, বিশেষজ্ঞরা বলছেন…, আপনার পোর্টফোলিওতে আছে এইচডিএফসি ব্যাঙ্ক?

Jan 23, 2025 | 8:01 PM

HDFC Bank: এইচডিএফসি ব্যাঙ্কের ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ব্যালেন্সশিট বেশ পোক্ত। আর তার উপর নির্ভর করেই বিভিন্ন সংস্থা গ্রিন সিগনাল দিচ্ছে এই সংস্থার শেয়ার কেনায়। ২০২৪ সালে সংস্থার টোটাল অ্যাসেটের সঙ্গে বেড়েছে সংস্থার দায়ভার বা লায়াবিলিটিসও।

HDFC Bank Q3 Results: অ্যাসেট বেড়েছে ৬০ শতাংশ, বিশেষজ্ঞরা বলছেন..., আপনার পোর্টফোলিওতে আছে এইচডিএফসি ব্যাঙ্ক?

Follow Us

ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক। ২২ জানুয়ারি তাদের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে। আর সেই ফলাফলে সংস্থায় তেমন উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি। খুব সামান্য প্রায় ২.৩ শতাংশ বেড়েছে সংস্থার রেভেনিউ। সেই সঙ্গে প্রায় ৩.৩৪ শতাংশ বেড়েছে সংস্থার খরচও। যদিও সংস্থার নেট প্রফিট সামান্য কমেছে। ০.৬৩ শতাংশ কমেছে সংস্থার অপারেটিং প্রফিট মার্জিন। ০.৭১ শতাংশ কমেছে নেট প্রফিট মার্জিন। এমনকি ০.১৮ শতাংশ কমে গিয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার প্রতি আয় বা EPS।

তবে সংস্থার ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ব্যালেন্সশিট বেশ পোক্ত। আর তার উপর নির্ভর করেই বিভিন্ন সংস্থা গ্রিন সিগনাল দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার কেনায়। ২০২৪ সালে সংস্থার টোটাল অ্যাসেট প্রায় ৬০ শতাংশ বেড়ে হয়েছে ৪০ লক্ষ ৩০ হাজার ১৯৪ কোটি টাকা। যদিও বেড়েছে সংস্থার দায়ভার বা লায়াবিলিটিসও। সংস্থার লায়াবিলিটিস প্রায় ৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকা।

২০২৩ সালের ১ জুলাই ইতিহাসের সবচেয়ে বড় মার্জার দেখেছিল দেশ। এইচডিএফসি লিমিটেডের সঙ্গে মার্জ হয়েছিলও এইচডিএফসি ব্যাঙ্ক। আর এর ফলে স্টেট ব্যাঙ্কের পর দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কে পরিণত হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। আর এই মার্জারের আগে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট-ডিপোজিট অনুপাত ৯০ শতাংশের কম ছিল। ক্রেডিট-ডিপোজিট অনুপাত অর্থাৎ ব্যাঙ্ক বা কোনও ফাইন্যান্স কোম্পানির কাছে ডিপোজিটের তুলনায় লোনের অনুপাত এই মার্জারের পর পৌঁছে গিয়েছিল ১০০ শতাংশের উপরে। যা গত দেড় বছরে কমতে কমতে বর্তমানে এসে পৌঁছেছে ৯৮ শতাংশে। অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্কের কাছে ১০০ টাকা জমা থাকলে ব্যাঙ্ক বাজারে লোন দিয়েছে ৯৮ টাকা। আর এই ক্রেডিট-ডিপোজিট অনুপাত ধীরে ধীরে কমতে থাকায় ব্রোকারদের নজরে রয়েছে এই ব্যাঙ্ক।

ব্রোকার মতিলাল অসওয়াল বলছে এইচডিএফসি ব্যাঙ্ককে নিজের পোর্টফোলিতে রাখতে। এইচডিএফসির মূলধনের ভাল অবস্থার কারণে আর এক ব্রোকার নির্মল ব্যাং ইন্সটিটিউশনাল ইক্যুইটিও বলছে এই সংস্থাকে নিজের পোর্টফোলিওতে রাখার কথা। সিস্টেম্যাটিক্স ইন্সটিটিউশনাল রিসার্চ এইচডিএফসি ব্যাঙ্কের ধীর বৃদ্ধির কথা বলেছে। যদিও তারপরও তারা বলছে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিওতে এই সংস্থার শেয়ার রাখতে পারেন। এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার নিজের পোর্টফোলিওতে রাখার কথা বলছে নুভামা ইন্সটিটিউশনাল ইক্যুইটিস, এমকে গ্লোবার ফাইন্যান্সিয়াল সার্ভিস ও দোলাত ক্যাপিটাল রিসার্চ।

চাটার্ড অ্যাকাউন্টেন্ট সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, “এইচডিএফসি মানে তো শুধু ব্যাঙ্ক নয়, একটা বিরাট বড় হাউসিং ফাইন্যান্স সংস্থাও তার সঙ্গে মার্জ করা হয়েছে। দেশের ইনফ্রাস্টাকচারের পিছনে যা খরচ হচ্ছে, বেশিরভাগটাই সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে। দেশের বড়বড় সংস্থাগুলো ব্যাঙ্ক থেকে টাকা নেয় না। তাদের ক্যাশ রিজার্ভ থাকে। ফলে বেসরকারি ব্যাঙ্কগুলো একটু ছোট সংস্থা, যাদের ক্যাশ রিজার্ভ কম বা খুচরো ব্যবসার উপর অনেকটা নির্ভরশীল। আর এর প্রভার পড়ছে এই ব্যাঙ্কের ক্রেডিট-ডিপোজিট অনুপাতের উপর। তবে আরও ২-৩টে ত্রৈমাসিকের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর এখন দেশের অর্থনীতি বিভিন্ন কারণেই একটু থমকে রয়েছে। আর এই সবকিছুর প্রভাবই পড়েছে এইচডিএফসি ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলে।”

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Next Article