অফিসের কাজে বা কখনও নেহাত ভ্রমণের উদ্দেশ্যেই ট্রেনে যাত্রা করে থাকেন অনেকেই। আর যাত্রাকালে সবসময় সময় মতো আসে না ট্রেন। ফলে প্ল্যাটফর্মে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় থাকে না যাত্রীদের। আর সামনেই আসছে গরম কাল। এই গরমে প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করা মানে দুর্বিসহ ব্যাপার। এই পরিস্থিতিতে যাত্রীদের জন্য এক অনোন্য সুবিধা এনেছে ভারতীয় রেলওয়ে। মাত্র ২০ থেকে ৪০ টাকায় বিলাসবহুল ঘরে বিশ্রাম করতে পারেন যাত্রীরা।
এই সুবিধা পাওয়ার জন্য আপনার কাছে যাত্রার কনফার্মড টিকিট থাকতেই হবে। তাহলে মাত্র ৪০ টাকায় একটি বিলাসবহুল ঘরে ৪৮ ঘণ্টা পর্যন্ত থাকতে পারবেন কোনও যাত্রী। ভারতীয় রেলের বেশিরভাগ প্রধান স্টেশনগুলিতে এই সুবিধাটি পাওয়া যাবে। গ্রীষ্ম ও বর্ষাকালে ট্রেন প্রায়সই দেরিতে চলে। এতে যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। গরম ও বৃষ্টিতে প্রাণ হারাতে হয় অনেক যাত্রীকেও। কিন্তু এখন তা হবে না। কারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করেছে IRCTC। ভারতীয় রেলওয়ে তার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিলাসবহুল রিটায়ারিং রুম প্রস্তুত করেছে। এই রুম বুক করার জন্য আপনার PNR নম্বর থাকতে হবে। রেলওয়ের রিটায়ারিং রুমে এই সুবিধা পাবেন। আপনি এই রুমে ট্রেনের জন্য সর্বাধিক ৪৮ ঘন্টা অপেক্ষা করতে পারেন। এই রুমের জন্য আপনার কাছ থেকে মাত্র ২০ থেকে ৪০ টাকা নেওয়া হবে।
নয়া দিল্লি, মুম্বই ও পুনের মতো সমস্ত বড় স্টেশনগুলিতে এই অবসর নেওয়ার কক্ষের সুবিধা পাওয়া যায়। আপনি আপনার টিকিটের PNR নম্বর ব্যবহার করে এই রুমগুলি বুক করতে পারেন। আপনি আপনার সুবিধা অনুযায়ী এসি এবং নন এসি রুম বুক করতে পারেন। যে আগে আসবেন তাঁদের রিটায়ারিং রুম বরাদ্দ করা হবে। রিটায়ারিং রুম পূর্ণ হলে বাকি যাত্রীদের নাম ওয়েটিং লিস্টে থাকবে এবং রুম খালি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বুকিং আপগ্রেড করা হবে। দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের মতো বড় বড় স্টেশনগুলির জন্য এই রুমগুলি রেলওয়ের ওয়েবসাইটে বুক করা যেতে পারে। এই কক্ষগুলি বুক করার জন্য আপনাকে www.rr.irctctourism.com-এ যেতে হবে।