Vande Bharat Express: আরও কম সময়ে গন্তব্য়ে পৌঁছে দেবে বন্দে ভারত, আঞ্চলিক খাবারের স্বাদও পাবেন ট্রেনেই

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 09, 2023 | 7:30 AM

Vande Bharat Express: রেলের তরফে জানানো হয়েছে, রেললাইনের বিভিন্ন বাঁককে সহজ করে এবং ঘিঞ্জি এলাকায় রেললাইনের পাশে ফেন্সিংয়ের ব্যবস্থা করেই বন্দে ভারতের গতিবেগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Vande Bharat Express: আরও কম সময়ে গন্তব্য়ে পৌঁছে দেবে বন্দে ভারত, আঞ্চলিক খাবারের স্বাদও পাবেন ট্রেনেই
প্রতীকী ছবি

Follow Us

বেঙ্গালুরু: ভারতীয় রেলওয়েতে আসছে আমূল পরিবর্তন। আরও উন্নত হতে চলেছে বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা। উদ্বোধনের পর থেকেই বন্দে ভারত নিয়ে যাত্রীদের মধ্যে বিশাল উন্মাদনা তৈরি হয়েছে। প্রায় প্রত্যেকটি রুটের বন্দে ভারত ট্রেনই সফল। আরও দ্রুত গন্তব্যে পৌঁছতে এবার বন্দে ভারতের গতিবেগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরু রেলওয়ে ডিভিশনের তরফে বন্দে ভারতের রুটে গতিবেগ বাড়ানোর কাজ চলছে। আপাতত জোলারপেট্টাই ও কৃষ্ণরাজাপুরম ১২৫ কিলোমিটার রুটের মধ্যে দ্রুত ট্রেন চালানোর কাজ শুরু করা হয়েছে। বন্দে ভারতে যাতায়াতের সামগ্রিক সময় কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্যাম সিং বলেন, “বন্দে ভারতের গতি বাড়ানোর কাজ দফায় দফায় করা হচ্ছে। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে চলে। নতুন ট্র্যাকের কাজ শেষ হয়ে গেলে ট্রেনগুলির গতিবেগ আরও অনেকটা বেড়ে যাবে। তখন প্রতি ঘণ্টায় ট্রেনটি ১৩০ কিলোমিটার বেগে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী জুনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে।”

কীভাবে বাড়ানো হবে বন্দে ভারতের গতিবেগ?

রেলের তরফে জানানো হয়েছে, রেললাইনের বিভিন্ন বাঁককে সহজ করে এবং ঘিঞ্জি এলাকায় রেললাইনের পাশে ফেন্সিংয়ের ব্যবস্থা করেই বন্দে ভারতের গতিবেগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্যান্য ট্রাকগুলির কাজ চলছে এখন। বর্তমানে বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস চলছে, তার যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। তবে নির্দিষ্টভাবে কত মিনিট সময় কম লাগবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বন্দে ভারতের মেনুতেও আসছে পরিবর্তন-

অন্যদিকে, বন্দে ভারতের খাবারের মেনুতেও ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে রুটের ভিত্তিতে আঞ্চলিক নিরামিষ ও আমিষ খাবার পরিবেশন করা হবে বন্দে ভারতে। সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এলাকা বা রাজ্যের ভিত্তিতে এই খাবারের ভিন্নতা আনার সিদ্ধান্ত নিয়েছে। ব্রেকফাস্টে পরিবেশন করা হতে পারে সাবুদানার খিচুড়ি, জোয়ারের বাখরি, বেসন পোলা, চিড়ার মতো বিভিন্ন রাজ্যের আঞ্চলিক খাবার।  ডিনারের মেনুতেও আনা হচ্ছে নতুন নতুন আইটেম। সেখানে থাকবে বাদাম পোলাও, মটর পোলাও, বাখার, আমতি, ঝুঙ্কার মতো নিরামিষ আইটেম, তেমনই থাকবে সৌজি চিকেন, চিকেন রসা, চিকেন কোলাপুরীর মতো আইটেমও থাকবে আমিষ মেনুতে। বিকেলের মেনুতে সাবুদানা বড়া, সেগাও কচুরি, বাখারখান্ডি দেওয়া হবে।

Next Article
Share Market Timing: আরও বেশি সময় খোলা থাকবে শেয়ার বাজার, সোমবার থেকে বদলাচ্ছে নিয়ম, বড় ঘোষণা RBI-এর
Disney Layoff: হাসি-মজার দিন শেষ, ডিজনিতেও নেমে এল মন্দার কোপ! রাতারাতি চাকরি খোয়াবেন ৭০০০ কর্মী