Ratan Tata Death: শকুন-চিলকে দেহ অর্পণ করে পার্সিরা, কীভাবে হবে রতন টাটার শেষকৃত্য?

Oct 10, 2024 | 1:36 PM

Ratan Tata Death: রতন টাটা পার্সি হলেও, পার্সি প্রথায় তাঁর শেষকৃত্য হবে না, বৈদ্যুতিন চুল্লিতে দাহ করা হবে। আসলে, বর্তমানে প্রায় অবলুপ্তির পথে চলে গিয়েছে শকুন। তাই, পার্সি সম্প্রদায় দীর্ঘদিন ধরেই তাঁদের প্রথাগত শেষকৃত্যের পথ থেকে সরে এসেছেন। তার বদলে তাঁরা এখন দেহ বৈদ্যুতিন চুল্লিতে দাহ করেন। রতন টাটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

Ratan Tata Death: শকুন-চিলকে দেহ অর্পণ করে পার্সিরা, কীভাবে হবে রতন টাটার শেষকৃত্য?
মুম্বাইয়ের নরিমান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রাখা আছে রতন টাটার দেহ
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: বুধবার (৯ অক্টোবর) মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পপতি রতন টাটা। বৃহস্পতিবার (১০ অক্টোবর), তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

রতন টাটা পার্সি হলেও, পার্সি প্রথায় তাঁর শেষকৃত্য হবে না, বৈদ্যুতিন চুল্লিতে দাহ করা হবে। আসলে, বর্তমানে প্রায় অবলুপ্তির পথে চলে গিয়েছে শকুন। তাই, পার্সি সম্প্রদায় দীর্ঘদিন ধরেই তাঁদের প্রথাগত শেষকৃত্যের পথ থেকে সরে এসেছেন। তার বদলে তাঁরা এখন দেহ বৈদ্যুতিন চুল্লিতে দাহ করেন। রতন টাটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

প্রয়াত শিল্পপতিকে সম্মান জানাতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, রতন টাটাকে সম্মান জানাতে মহারাষ্ট্র জুড়ে সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবার নির্ধারিত সকল বিনোদনমূলক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। রতন টাটার দেহ এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত মুম্বাইয়ের নরিমান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রাখা থাকবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এদিন ওয়ারলিতে শেষকৃত্য হওয়ার কথা আছে।

Next Article