RBI Gold: বছর শেষের আগেই ৮ টন সোনা কিনেছে RBI, হঠাৎ কোন চাহিদা মেটাতে এত সোনা কিনছে দেশ?

Avra Chattopadhyay |

Jan 07, 2025 | 6:06 PM

RBI Gold: গত নভেম্বর সোনার দর বজায় রাখতে বিশ্বের একাধিক কেন্দ্রীয় ব্যাঙ্ক মোট ৫৩ টন সোনা কেনে। যার মধ্য়ে ৮ টন সোনা কিনেছে খোদ আরবিআই।

RBI Gold: বছর শেষের আগেই ৮ টন সোনা কিনেছে RBI, হঠাৎ কোন চাহিদা মেটাতে এত সোনা কিনছে দেশ?
প্রতীকী ছবি
Image Credit source: Image Generate by Meta

Follow Us

নয়াদিল্লি: স্বর্ণ খাতে আরও ৮ টন সোনা যোগ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত বছরের নভেম্বর মাসেই এই বিরাট অঙ্কের সোনা কিনেছে রিজার্ভ ব্যাঙ্ক। সমীক্ষা প্রকাশ করে তথ্য তুলে ধরল বিশ্ব স্বর্ণ কাউন্সিল। তাদের রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি শুধুমাত্র নভেম্বর মাসেই ৫৩ টন সোনা কিনেছে। যার মধ্যে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনেছে মোট আট টন।

এই কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, সোনার চাহিদা বজায় রাখায় ও কালোবাজারি রুখতে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির বিশেষ ভূমিকা থাকে। গত নভেম্বর সোনার দর বজায় রাখতে বিশ্বের একাধিক কেন্দ্রীয় ব্যাঙ্ক মোট ৫৩ টন সোনা কেনে। যার মধ্য়ে ৮ টন সোনা কিনেছে খোদ আরবিআই।

তাদের আরও দাবি, নভেম্বরে চলতি মার্কিন নির্বাচনের জন্য সোনার দামে একটা বিরাট পতন দেখা যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই বাজার থেকে কয়েক টন সোনা মজুত করে নেয় এই ব্যাঙ্কগুলি। কাউন্সিলের দাবি, এই সোনা মজুতের ব্যাপারে বরাবরই এগিয়ে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষেই এখনও পর্যন্ত মোট ৭৩ টন সোনা নিজেদের থলিতে ঢুকিয়েছে ভারতের এই কেন্দ্রীয় ব্যাঙ্ক।

তবে রিজার্ভ ব্যাঙ্ককে সোনার মজুতের প্রসঙ্গে ছাপিয়ে গিয়েছে পোল্যান্ডের ন্যাশনাল ব্যাঙ্ক। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, মোট গত নভেম্বরেই ২১ টন সোনা কিনেছে তারা। চলতি অর্থবর্ষে তাদের মোট সোনা মজুতের পরিমাণ ৯০ টন। অন্যদিকে, ৯টন সোনা কিনেছে উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক। কাজাকিস্তান কিনেছে মোট ৫ টন সোনা।

মূলত, দেশের অর্থনৈতিক দুরাবস্থাকে টলাতে, মুদ্রাস্ফীতি হটাতে, বৈদেশিক বাণিজ্যকে বজায় রাখতে ও দেশে চাহিদা মেটাতে সোনা কিনে মজুত করে রাখে এই কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি।

Next Article