নয়া দিল্লি: গত এক বছর ধরেই বাজারে ছেয়ে গিয়েছে জাল ৫০০ টাকার নোট (Rs. 500 Note)। এই বিষয়ে এবার সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ২০১৬ সালে নোটবন্দির সময় বাতিল হয়ে যায় পুরনো ৫০০, ১০০০ টাকার নোট। তার কিছুদিন পরে বাজারে আসে মাপে আগের চেয়ে কিছুটা ছোট ৫০০ টাকার নোট। সেই ৫০০ টাকার নোট ইদানীং বেশি পরিমাণে জাল হতে শুরু করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টে উঠে এল এই তথ্য।
২০২০-২০২১ সালের রিপোর্টে বলা হয়েছে ৩১.৩ শতাংশ বেড়েছে ৫০০ টাকার জাল নোট। এই পরিসংখ্যানের পর থেকেই সাধারণ মানুষকে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যান্য কয়েকটি নোট কিছু পরিমাণে জাল হলেও গত এক বছরে ৫০০ টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে অনেকটা। আর এতেই অস্বস্তি বেড়েছে।
কালোবাজারি বন্ধ করতে ২০১৬ সালে কাড়া সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী। পুরনো ৫০০ টাকা বাতিল হওয়ার পরে বাজারে নতুন ৫০০ টাকা এলেও কয়েক বছরের মধ্যেই তা জাল হতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা বেড়েছে। ৫০০ টাকার আসল নোট চেনার কয়েকটি উপায় নীচে দেওয়া হল–
১. আলোতে নোট ধরলে ৫০০ স্পষ্ট ভাবে দেখা যাবে
২. পুরনো নোটের তুলনায় নতুন ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর অবস্থান কিছুটা পাল্টেছে
৩. দেবনাগরী হরফে ৫০০ লেখা থাকবে
৪. গ্যারান্টি ক্লজ, প্রতিশ্রুতির বয়ান সহ গভর্নরের স্বাক্ষর ও আরবিআই লোগো ছাড়াও গান্ধীজীর ছবি ডান দিকে থাকবে।
৫. লালকেল্লার ছবি থাকবে নোটের উল্টো দিকে
৬. নোটের পেছনে বাঁ দিকে থাকবে ‘স্বচ্ছ ভারত’ লোগো
আরও পড়ুন: জলে ভিজলেও নষ্ট হবে না, এক কোটি নতুন ১০০ টাকা বাজারে আসছে