নয়া দিল্লি: কাগজের নোটে স্টার (*) চিহ্ন নিয়ে সম্প্রতি বিভিন্ন জায়গায় চর্চা চলছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, ওই নোটগুলি সব আসল কি না। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। অবশেষে মুখ খুলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। জানিয়ে দেওয়া হয়েছে, নোটগুলি সবই আসল। (*) চিহ্ন দেওয়া নোট নিয়ে সন্দেহ প্রকাশের কোনও জায়গা নেই। এগুলি আর পাঁচটা নোটের সমতুল্য।
অনেক নোটে দেখা গিয়েছে নম্বরের প্যানেলে (*) চিহ্ন রয়েছে। অর্থাৎ সিরিয়াল নম্বরের মাঝে সংখ্যার বদলে রয়েছে সেই চিহ্ন। তা দেখেই সন্দেহ হয়েছে অনেকের। আরবিআই-এর তরফে জানানো হয়েছে, অনেক সময় ১০০ পিস নোটের প্যাকেটে কোনও কোনও নোটে খুঁত থাকে। তখন সেটি বদলে দেওয়া হয় বা নতুন করে ছাপানো হয়। সেই নোটেই ওই চিহ্ন থাকে।
উল্লেখ্য, কিছুদিন আগেই বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই নোট বদলানোর সময় আছে এখনও। ব্যাঙ্কে নিয়ে গেলেই নোট বদল করে দেওয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সুযোগ রয়েছে। এর আগে ২০১৬ সালে রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে। তারপরই ২০০০ টাকার নোট বাজারে আসে।