নয়া দিল্লি: নিয়ম লঙ্ঘনের জন্য রিজার্ভ ব্যাঙ্কের কানমলা খেল ভারতের প্রথম সারির দুই বেসরকারি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্ক। সোমবার (২৭ মে) দুই ব্যাঙ্কের উপরই আর্থিক জরিমানা আরোপ করল আরবিআই। ঋণ সংক্রান্ত নিয়মগুলি না মেনে চলার জন্য আইসিআইসিআই ব্যাঙ্ককে জরিমানা দিতে হবে ১ কোটি টাকা। আর, গ্রাহক পরিষেবা এবং অভ্যন্তরীণ/অফিস অ্যাকাউন্টের অননুমোদিত কার্যকলাপ সম্পর্কিত নিয়ম লঙ্ঘন করার জন্য ইয়েস ব্যাঙ্ককে জরিমানা দিতে হবে ৯১ লক্ষ টাকা।
আরবিআই জানিয়েছে, কয়েকটি নির্দিষ্ট সংস্থাকে নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য পরিকল্পিত বাজেটের সংস্থান মেয়াদী ঋণ হিসেবে দিয়েছে আইসিআইসিআইসিআই ব্যাঙ্ক। ঋণ দেওয়ার সময়, রাজস্বের ঘাটতি না হওয়া নিশ্চিত করতে প্রকল্পগুলির কার্যকারিতা এবং ব্যাঙ্কযোগ্যতাও যথাযথভাবে যাচাই করা হয়নি।
অন্যদিকে, ইয়েস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য অতিরিক্ত মূল্য নিয়েছে। এছাড়া, গ্রাহকদের অনুমোদন ছাড়াই পার্কিং ফান্ড এবং রাউটিং কাস্টমার ট্রান্সাকশনের মতো উদ্দেশ্যে, গ্রাহকদের নামে কিছু ইন্টারনাল অ্যাকাউন্ট খুলেছে ও সেই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে লেনদেন করেছে।
২১ মার্চ, ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী এই জরিমানা জারি করেছে আরবিআই। সম্প্রতি এক্সচেঞ্জে এই জরিমানার কথা জানিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত, বেশ কয়েকটি ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্যের মূল্যায়ন করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) স্ট্যাটুটরি ইন্সপেকশন ফর সুপারভাইজরি ইভালুয়েশন ২০২২ বা আইএসই ২০২২ (ISE 2022)। যে যে ব্যাঙ্ক আরবিআই-এর নির্দেশ বা বিধান মানেনি তাদের নোটিশ জারি করা হয়েছিল। কেন তারা তা মানেনি, তা জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। তারপরই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দুই বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে জরিমানা আরোপও এরই অংশ।