মুম্বই: জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল রিলায়েন্স জেনারাল ইনস্যুরেন্স কোম্পানির (আরজিআইসি) বিরুদ্ধে। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) বাকি থাকার জন্য আরজিআইসি-র বিরুদ্ধে শোকজ নোটিস পাঠিয়েছে ডিরেক্টর জেনারাল অব জিএসটি ইনটেলিজেন্স (ডিজিজিআই)। রিলায়েন্স ইনস্যুরেন্সের বিরুদ্ধে ৯২২.৫৮ কোটি টাকা জিএসটি বাকি থাকার অভিযোগ রয়েছে।
জিএসটি বাকির জন্য চারটি নোটিস দেওয়া হয়েছে। তার মধ্যে একটি নোটিস রি-ইনস্যুরেন্সের কমিশনের জন্য। যার অঙ্ক ৪৭৮.৮৪ কোটি টাকা। দ্বিতীয় নোটিস ৩৫৯.৭০ কোটি টাকার জন্য। কো-ইনস্যুরেন্সের প্রিমিয়াম খাতে জিএসটির হিসাবে এটি। ডিজিজিআই তৃতীয় নোটিস দিয়েছে ট্যাক্স ইনপুট ক্রেডিটের জন্য। যার অঙ্ক ৭৮.৬৬ কোটি টাকা। চতুর্থ নোটিস ৫.৩৮ কোটি টাকার। যা কর না দেওয়ার জন্য জরিমানা।
২০১৭ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের মার্চ মাস, এই সময়কালের জিএসটির জন্য এই নোটিস পাঠানো হয়েছে। আরজিআইসি রিলায়েন্স ক্যাপিটালের অন্যতম সাবসিডি। এর মোট মূল্য তার ৭০ শতাংশ। এই নোটিসের পর কী ভাবে সেই টাকা মেটানো হয়,তাই এখন দেখার।