AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reliance Jio-র বাম্পার অফার, 5 GB ইন্টারনেট, ৯০ দিনের ভ্যালিডিটি- সব পাবেন ১০০ টাকায়!

Reliance Jio Plan: বর্তমানে প্রায় সমস্ত টেলিকম সংস্থাই আনলিমিটেড কলের সুবিধা দেয়। তবে খুব কম সংখ্যক টেলিকম সংস্থাতেই ১০০ টাকার কমে রিচার্জ প্ল্যান পাওয়া যায়। এমনই সুবিধা এনেছে রিলায়েন্স জিয়ো।

Reliance Jio-র বাম্পার অফার, 5 GB ইন্টারনেট, ৯০ দিনের ভ্যালিডিটি- সব পাবেন ১০০ টাকায়!
ফাইল চিত্র।Image Credit: Getty Images
| Updated on: Aug 29, 2025 | 1:15 PM
Share

নয়া দিল্লি: মোবাইল ছাড়া এখন জীবন অচল, কিন্তু দিনে দিনে মোবাইল রিচার্জের খরচ বেড়েই চলেছে। আগে যেখানে কোন রিচার্জে বেশি ডেটা পাওয়া যেত, তা দেখতেন গ্রাহকরা, সেখানেই এখন অনেকে বিভিন্ন সুবিধার সঙ্গে রিচার্জে কত খরচ পড়ছে, তাও দেখেন। গ্রাহকদের কথা মাথায় রেখেই এবার রিলায়েন্স জিয়োর তরফে ১০০ টাকা ও তার কমে রিচার্জ প্ল্যান আনা হল। মাত্র ১০০ টাকা খরচেই ৯০ দিনের ভ্যালিডিটি পাবেন। কী কী সুবিধা রয়েছে এই নতুন রিচার্জ প্যাকে, জেনে নিন-

বর্তমানে প্রায় সমস্ত টেলিকম সংস্থাই আনলিমিটেড কলের সুবিধা দেয়। তবে খুব কম সংখ্যক টেলিকম সংস্থাতেই ১০০ টাকার কমে রিচার্জ প্ল্যান পাওয়া যায়। এমনই সুবিধা এনেছে রিলায়েন্স জিয়ো।

সংস্থার তরফে ৯০ দিন মেয়াদের রিচার্জ প্ল্যান আনা হয়েছে, যার খরচ পড়বে মাত্র ১০০ টাকা। এতে ৫ জিবি আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যাবে। যদি ৫ জিবি ইন্টারনেট খরচ হয়ে যায়, তারপরও আপনি কম স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া এই রিচার্জ প্যাকে জিয়ো হটস্টারের ওটিটি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

এছাড়া ৯১ টাকাতেও আলাদা একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে, যার মেয়াদ ২৮ দিন। এই রিচার্জে দৈনিক ১০০ এমবি হাই স্পিড ডেটা, ২০০ এমবি বোনাস ডেটা, ৫০টি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। সব মিলিয়ে মোট ৩ জিবি ডেটা ব্যবহার হয়ে গেলে, ইন্টারনেটের স্পিড ৬৪ কেবি প্রতি সেকেন্ডে নেমে আসবে। জিয়ো ফোন ও জিয়ো ফোন প্রাইমের ব্যবহারকারীরা ফ্রি-তে জিয়ো টিভি ও জিয়ো ক্লাউড স্টোরেজের সুবিধাও পাবেন।

আরেকটি সস্তার রিচার্জ প্ল্যান রয়েছে জিয়োর। ৭৫ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে ২৩ দিনের। এতেও  ১০০ এমবি হাইস্পিড ডেটা, ২০০ এমবি বোনাস ডেটা, ৫০টি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। জিয়ো টিভি ও জিয়ো এআই ক্লাউডের সুবিধা পাওয়া যাবে।