AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আনলিমিটেড ডেটা, ফ্রি কলিং-মেসেজ, আবার Amazon Prime-ও ফ্রি! সস্তায় বড় ধামাকা JIO-র

JIO Recharge: রিলায়েন্স জিয়ো ৮৪ দিনের বৈধতার একটি বিশেষ রিচার্জ প্ল্যান এনেছে। এতে মোট ১৬৮ জিবি ডেটা বিনামূল্যে পাবেন। প্রতিদিন মিলবে ২ জিবি হাই স্পিড ডেটা। এছাড়া এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধাও পাবেন।

আনলিমিটেড ডেটা, ফ্রি কলিং-মেসেজ, আবার Amazon Prime-ও ফ্রি! সস্তায় বড় ধামাকা JIO-র
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Mar 09, 2025 | 12:46 PM
Share

নয়া দিল্লি: নারী দিবসে রিলায়েন্স জিয়ো-র বড় উপহার। সমস্ত গ্রাহকদের জন্য দারুণ অফার আনল জিয়ো। আনলিমিটেড ডেটা, কলিং ও এসএমএসের সুবিধা পাবেন এই প্ল্যানে। আরও বড় চমক হল, এই প্ল্যানে আনলিমিটেড ডেটা, কলিংয়ের পাশাপাশি অ্যামাজন প্রাইম ভিডিয়োর সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাবেন।

জানা গিয়েছে, রিলায়েন্স জিয়ো ৮৪ দিনের বৈধতার একটি বিশেষ রিচার্জ প্ল্যান এনেছে। এতে মোট ১৬৮ জিবি ডেটা বিনামূল্যে পাবেন। প্রতিদিন মিলবে ২ জিবি হাই স্পিড ডেটা। এছাড়া এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধাও পাবেন।

এখানেই শেষ নয়। এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে Amazon Prime Lite, Jio TV এবং Jio Cloud-র সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানের দাম ১০২৯ টাকা।

৭৪৯ টাকার প্ল্যান-

এছাড়া ৭৪৯ টাকার একটি বিশেষ প্ল্যানও আনা হয়েছে। এর ভ্যালিডিটি বা মেয়াদ ৭২ দিন। এই প্ল্যানেও অনেক সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট ১৬৪ জিবি ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। এতে দৈনিক হাই স্পিড ২ জিবি ডেট এবং অতিরিক্ত ২০ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি বিনামূল্যে Jio TV এবং Jio Cloud-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে।