AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reserve Bank Of India: আপনার টাকা নেই তো? এই ৭ সংস্থাকে দাগি ঘোষণা করল RBI!

Reserve Bank Of India, Forex Trading: তালিকাভুক্ত সংস্থাগুলো অবৈধ ভাবে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা ট্রেডিং করে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে এই প্ল্যাটফর্মে ট্রেডিং করলে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি শাস্তির মুখেও পড়তে পারে ব্যবহারকারী।

Reserve Bank Of India: আপনার টাকা নেই তো? এই ৭ সংস্থাকে দাগি ঘোষণা করল RBI!
এখানে বিনিয়োগ, সমস্যায় পড়বেন আপনি!Image Credit: FrankvandenBergh/E+/Getty Images
| Updated on: Nov 20, 2025 | 1:55 PM
Share

একটা বা দুটো নয়, সব মিলিয়ে মোট ৭টি অনলাইন ল্যাটফর্মকে এবার অ্যালার্ট লিস্টে যোগ করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। আর এর ফলে এই লিস্টে থাকা সংস্থা বা প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হল ৯৫। এই তালিকাভুক্ত সংস্থাগুলো অবৈধ ভাবে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা ট্রেডিং করে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে এই প্ল্যাটফর্মে ট্রেডিং করলে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি শাস্তির মুখেও পড়তে পারে ব্যবহারকারী।

কোন কোন প্ল্যাটফর্ম রয়েছে এই তালিকায়?

যে সব প্ল্যাটফর্ম অ্যালার্ট লিস্টে নথিভুক করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সেগুলো হল:

Starnet FX (www.starnetfx.com), CapPlace (www.capplace.com), Mirrox (www.mirrox.com), Fusion Markets (www.fusionmarkets.com), Trive (www.trive.com), NXG Markets (www.nxgmarkets.com), Nord FX (www.nordfx.com)

এই প্ল্যাটফর্মগুলি FEMA বা ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় কোনও রকমের অনুমোদন পায়নি। এমনকি ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম চালানোরও অনুমতি নেই এদের।

বিনিয়োগকারীর জন্য RBI-এর বার্তা

বিশেষজ্ঞরা বলছেন, কম সময়ে বেশি লাভ, এই ধরনের টোপ দিয়েই সাধারণ গ্রাহকদের ফাঁদে ফেলা হয়। রিজার্ভ ব্যাঙ্ক বার বার সতর্ক করছে যে শুধুমাত্র তাদের অনুমোদিত ডিলারদের মাধ্যমেই কারেন্সি ট্রেড করা উচিত। অননুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা মানেই নিজের ঝুঁকি বাড়ানো। কারণ এই ধরনের প্ল্যাটফর্মে লেনদেনের জন্য FEMA আইনে জরিমানা হতে পারে ব্যবহারকারীর। লেনদেনের আগে রিজার্ভ ব্যাঙ্কের অথরাইজড ডিলারদের তালিকা যাচাই করে নেওয়া উচিত। আর রিজার্ভ ব্যাঙ্কের এই অ্যালার্ট লিস্টের বাইরেও অনেক সংস্থা এমন রয়েছে যারা অনুমোদিত নয়। ফলে, রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদির প্ল্যাটফর্মের তালিকা দেখে নিয়ে তারপর এই বিষয়ে ট্রেডিং করতে নামুন।