MPC Meeting: ভোট মিটতেই EMI নিয়ে দারুণ খবর, বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 07, 2024 | 11:29 AM

Repo Rate: মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৬.৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি কমিটির ৬ সদস্যের মধ্যে ৪ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন।

MPC Meeting: ভোট মিটতেই EMI নিয়ে দারুণ খবর, বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: সদ্য মিটেছে লোকসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশ হতেই বড় খবর। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ফের একবার অপরিবর্তিত রাখা হল রেপো রেট। এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে এবং অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে ৬.৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হল রেপো রেট। এই নিয়ে পরপর আট দফায় রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

এ দিন সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, “সাম্প্রতিক কয়েক বছরে বিশ্ব একের পর এক সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু ভারতীয় অর্থনীতি শক্তি প্রদর্শন করেছে। তবে আমাদের অস্থির বৈশ্বিক পরিবেশ নিয়ে সতর্ক থাকতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধিকে ৪ শতাংশে সীমাবদ্ধ রাখতে বদ্ধপরিকর।”

এবারেও মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৬.৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি কমিটির ৬ সদস্যের মধ্যে ৪ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট পরিবর্তন করেছিল।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্ক-কে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করে, তাকে রিভার্স রেপো রেট বলে।

রেপো রেটের উপরে ভিত্তি করেই ব্যাঙ্কগুলি তাদের সুদের হার ও ইএমআই-র হার পরিবর্তন করে। রেপো রেট অপরিবর্তিত থাকায় মধ্য়বিত্তের উপরে ঋণ  ও ইএমআই-র বোঝা বাড়বে না।

Next Article