নয়া দিল্লি: ব্য়াঙ্ক ব্যালেন্স শূন্য? পকেটও গড়ের মাঠ। ভাবছেন টাকা কোথা থেকে আসবে? এই চিন্তায় রাতের ঘুম উঠে যায় বহু মানুষের। কিন্তু জানেন কি, হাজার হাজার কোটি টাকা পড়ে রয়েছে ব্যাঙ্কে, যার কোনও দাবিদারই নেই! অন্তত রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্ট তাই-ই বলছে। আরবিআই রিপোর্ট অনুসারে, গত বছরের তুলনায় দেশের বিভিন্ন ব্যাঙ্কে দাবিহীন আমানত ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।২০২৪ সালের মার্চ মাসের শেষে এই জমা টাকার পরিমাণ ৭৮,২১৩ কোটি টাকায় পৌঁছেছে।
২০২৩ সালের মার্চ মাসের শেষে শিক্ষা ও সচেতনতা তহবিলে জমা করা অর্থের পরিমাণ ছিল ৬২,২২৫ কোটি টাকা। প্রসঙ্গত, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি সহ ব্যাঙ্কগুলির অ্যাকাউন্টে ১০ বছর বা তার বেশি বছর ধরে টাকা পড়ে থাকলে,সেই টাকা আরবিআই-এর আমানতকারী শিক্ষা এবং সচেতনতা তহবিলে স্থানান্তর করে দেওয়া হয়।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যে অ্যাকাউন্টের দাবিদার নেই, সেগুলিই আন-ক্লেমড অ্যাকাউন্টে পরিণত হয়। এক্ষেত্রে গ্রাহকের মৃত্যু হলে অথবা কেউ টাকা জমা রেখে ভুলে গেলে, সেই অর্থই জমা থাকে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, এই তহবিলে দাবিদার বা তার নমিনি যথাযথ তথ্য জমা দিলে, তখনই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে ব্যাঙ্ক।